০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য বিধানসভার নির্বাচন পরবর্তী হিংসা, বীরভূম থেকে গ্রেপ্তার ২

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 256

দেবশ্রী মজুমদার, বোলপুর, ইলামবাজার থানার অন্তর্গত গোপালনগর এলকার কামারপাড়া ফুটবল খেলার মাঠ থেকে অভিযুক্ত রবি বাস্কী গ্রেপ্তার করলো সিবিআই। এদিন বোলপুর আদলতে অভিযুক্তকে তোলা হয় ২ টা নাগাদ।

উল্লেখ্য,  আদালতের নির্দেশে রাজ্যের বিধানসভার নির্বাচনোত্তর ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত শুরু করে সি বি আই।

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

২ রা মে ফলাফল প্রকাশ দিন ইলামবাজার গোপালনগর বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

মৃতের পিতা ইলামবাজার থানাতে ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

তদন্ত নেমে সিবিআই বীরভূম জেলার ইলামবাজার বিজেপি কর্মী খুনের ঘটনা তে ২ অভিযুক্ত কে গ্রেপ্তার করে।

প্রথমজনকে ভিন জেলা শেওড়াফুল্লী থেকে গ্রেপ্তার করেছিল দিলীপ মির্দ্ধা ওরফে ভোনা। তরপর ইলামবাজার হত্যা কান্ড নিয়ে সিবিআই চিরুনী তল্লাশিতে নেমে পড়ে। তৃণমূল দলীয় কার্যালয়ে হানা দেওয়ার সাথে সাথে ইলামবাজার দুই তৃণমূল নেতৃত্ব কে জিজ্ঞেস বাদ করে।

এবার সেই  হত্যা কান্ডে সিবিআইয়ের হাতে ধরা পড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি বাস্কী।

এদিন বোলপুর আদালতে ৪ সিবিআই সদস্যের তত্ত্বাবধানে অভিযুক্তকে বোলপুর আদলতে তোলা হয় ।

অভিযুক্ত পক্ষের আইনজীবি সিদ্ধান্ত চার্টার্জী জানান,  অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিস রিমান্ড চেয়েছিল সিবিআই এর আইনজীবী।

কিন্ত বিচারক ৩ দিনের মঞ্জুর করেছেন। ৮ অক্টোবর  ফের আদালতে তোলা হবে। আমার মক্কেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির   ৩০৭ /১২ বি, ৪২৪ ই ৮ থেকে ৯ ধারা তে মামলার অভিযোগ রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য বিধানসভার নির্বাচন পরবর্তী হিংসা, বীরভূম থেকে গ্রেপ্তার ২

আপডেট : ৫ অক্টোবর ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, বোলপুর, ইলামবাজার থানার অন্তর্গত গোপালনগর এলকার কামারপাড়া ফুটবল খেলার মাঠ থেকে অভিযুক্ত রবি বাস্কী গ্রেপ্তার করলো সিবিআই। এদিন বোলপুর আদলতে অভিযুক্তকে তোলা হয় ২ টা নাগাদ।

উল্লেখ্য,  আদালতের নির্দেশে রাজ্যের বিধানসভার নির্বাচনোত্তর ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত শুরু করে সি বি আই।

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

২ রা মে ফলাফল প্রকাশ দিন ইলামবাজার গোপালনগর বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

মৃতের পিতা ইলামবাজার থানাতে ২৪ জনের নামে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

তদন্ত নেমে সিবিআই বীরভূম জেলার ইলামবাজার বিজেপি কর্মী খুনের ঘটনা তে ২ অভিযুক্ত কে গ্রেপ্তার করে।

প্রথমজনকে ভিন জেলা শেওড়াফুল্লী থেকে গ্রেপ্তার করেছিল দিলীপ মির্দ্ধা ওরফে ভোনা। তরপর ইলামবাজার হত্যা কান্ড নিয়ে সিবিআই চিরুনী তল্লাশিতে নেমে পড়ে। তৃণমূল দলীয় কার্যালয়ে হানা দেওয়ার সাথে সাথে ইলামবাজার দুই তৃণমূল নেতৃত্ব কে জিজ্ঞেস বাদ করে।

এবার সেই  হত্যা কান্ডে সিবিআইয়ের হাতে ধরা পড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য রবি বাস্কী।

এদিন বোলপুর আদালতে ৪ সিবিআই সদস্যের তত্ত্বাবধানে অভিযুক্তকে বোলপুর আদলতে তোলা হয় ।

অভিযুক্ত পক্ষের আইনজীবি সিদ্ধান্ত চার্টার্জী জানান,  অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিস রিমান্ড চেয়েছিল সিবিআই এর আইনজীবী।

কিন্ত বিচারক ৩ দিনের মঞ্জুর করেছেন। ৮ অক্টোবর  ফের আদালতে তোলা হবে। আমার মক্কেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির   ৩০৭ /১২ বি, ৪২৪ ই ৮ থেকে ৯ ধারা তে মামলার অভিযোগ রয়েছে।