০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যেই পবিত্র উমরাহর ভিসা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবেদনের  মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পবিত্র উমরাহর ভিসা দেবে সউদি আরব। বিদেশি উমরাযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য অনলাইনভিত্তিক ই-ভিসা অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন  দেশটির হজ ও উমরাহ-বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।

সূত্রের খবর, উমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় উমরাহ পালন ছাড়াও যাওয়া যাবে সউদির অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহণ ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

উমরাহ-বিষয়ক মন্ত্রী জানান, আগে হজযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সউদি আরব আসতে হত। হজ ও উমরাহযাত্রীদের মক্কা-মদিনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হত। এখন অনলাইনে কোনও ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহণ বেছে নিতে পারবেন। কোনও এজেন্সির দরকার হবে না।

আরও পড়ুন: পার্সোনাল ল’ বোর্ডের ব্রিগেড সমাবেশে ‘না’ কেন?

এমনকী নিজ উদ্যোগেই সউদির সব স্থানে ঘুরতে পারবেন। সউদি মন্ত্রী বলেন, এ বছর সারাবিশ্বের ১০ লক্ষ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সউদি থেকে ১৫ শতাংশ ও সারাবিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। মন্ত্রীর কথায়, ‘এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।’

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের ভিসা বাতিল করা যাবে না, ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিল বিচারক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ ঘণ্টার মধ্যেই পবিত্র উমরাহর ভিসা

আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবেদনের  মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পবিত্র উমরাহর ভিসা দেবে সউদি আরব। বিদেশি উমরাযাত্রীদের জন্য এজেন্সি ছাড়াই ভিসা আবেদনের জন্য অনলাইনভিত্তিক ই-ভিসা অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন  দেশটির হজ ও উমরাহ-বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।

সূত্রের খবর, উমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় উমরাহ পালন ছাড়াও যাওয়া যাবে সউদির অন্যান্য অঞ্চলে। তাছাড়া নির্দিষ্ট অ্যাপের সাহায্যে প্রয়োজনীয় আবাসন ও পরিবহণ ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

উমরাহ-বিষয়ক মন্ত্রী জানান, আগে হজযাত্রী ও দর্শনার্থীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সউদি আরব আসতে হত। হজ ও উমরাহযাত্রীদের মক্কা-মদিনায় যাতায়াতও এজেন্সির মাধ্যমে হত। এখন অনলাইনে কোনও ব্যক্তি নিজেই ভিসা ও পছন্দমতো আবাসন ও পরিবহণ বেছে নিতে পারবেন। কোনও এজেন্সির দরকার হবে না।

আরও পড়ুন: পার্সোনাল ল’ বোর্ডের ব্রিগেড সমাবেশে ‘না’ কেন?

এমনকী নিজ উদ্যোগেই সউদির সব স্থানে ঘুরতে পারবেন। সউদি মন্ত্রী বলেন, এ বছর সারাবিশ্বের ১০ লক্ষ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সউদি থেকে ১৫ শতাংশ ও সারাবিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। মন্ত্রীর কথায়, ‘এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা কাজ করছি।’

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের ভিসা বাতিল করা যাবে না, ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিল বিচারক