এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস
- আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
- / 350
পুবের কলম প্রতিবেদক: মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর মানেই নতুন কিছু চমক। আর সোমবার সেই চমকেরই সাক্ষী রইল উত্তরবঙ্গের মানুষ।উত্তরবঙ্গ থেকে এবার সরাসরি দিঘার জগন্নাথমন্দির চালু হচ্ছে ভলভো বাস পরিষেবা। আজ মঙ্গলবার এই বাস পরিষেবার উদ্বোধন করা হবে। সোমবার শিলিগুড়ির বিজনেস মিট থেকে এমনটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে আলাপচারিতায় দিঘার প্রসঙ্গ ওঠে। জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মমতার প্রশংসা করেন শিল্পপতিরা। সভায় ‘জয় জগন্নাথ’ স্লোগানও ওঠে। সেই সময়েই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিঘা পর্যন্ত বাস পরিষেবা চালুর কথা জানান।
মমতা বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ৬টা বাস ছাড়া হচ্ছে। যাতে এখানকার মানুষ সরাসরি জগন্নাথদেবের দর্শন করতে পারেন। সব ক’টা বাসই ভলভো বাস।’ মমতা জানিয়েছেন, শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে বাসগুলো ছাড়া হবে। ইতিমধ্যেই বহরমপুর থেকেও সরাসরি দীঘার এসি এবং নন এসি বাস পরিষেবা চালু হয়েছে।
প্রত্যেক এলাকা থেকে আপাতত ১টা বাসই ছাড়া হবে বলে ঠিক হয়েছে। তবে কখন ছাড়া হবে, ভাড়া কত পড়বে, সেই সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। উদ্বোধনের পরই তা প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

















































