এসআইআরের প্রস্তুতিতে ভোটার তালিকা যাচাই শুরু
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
 - / 231
 
পুবের কলম ওয়েবডেস্ক : স্পেশাল সামারি রিভিশন (এসআইআর) ঘিরে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। রাজ্যের ভোটার তালিকার সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে এবার। মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই পুরোনো তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। কমিশনের নির্দেশ, ২০ সেপ্টেম্বরের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। তবে এখনও বহু বিএলও-র প্রশিক্ষণ শেষ হয়নি বলে সময়সীমা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এরই মধ্যে ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনি ১৮ ও ১৯ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে সব জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কয়েকটি জেলা সরেজমিনে ঘুরে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখবেন। ২০ সেপ্টেম্বর তিনি দিল্লি ফিরে গিয়ে কমিশনের ফুল বেঞ্চের কাছে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবেন।
																			
																		
















































