ভোটার ম্যাপিং হয়েছে মাত্র সাত জেলায়, পিছল এসআইআর বৈঠকের দিন

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 49
পুবের কলম প্রতিবেদক: তড়িঘড়ি এসআইআর-এক কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়, একথা আগেই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই যুক্তিতে মহারাষ্ট্রে এসআইআর -এর নির্দেশ থাকলেও, সেখানে প্রস্তুতি নিতে রাজি হয়নি ওই রাজ্য। গত সপ্তাহে উপ নির্বাচন কমিশনারসহ চার সদস্যের প্রতিনিধিদল কলকাতায় এসে বৈঠক করেছিলেন। বুধবার ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত জেলার ভোটারদের ম্যাপিং শেষ করার কথা ছিল। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছিলেন, সব জেলা তৈরি আছে। কিন্তু বুধবার দেখা যায়, রাজ্যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা (ডিইও) ২৪ টি জেলার মধ্যে মাত্র সাতটি জেলার ভোটারদের ম্যাপিং করতে পেরেছেন। এই সাত জেলার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, পুরুলিয়া, কলকাতা উত্তর, মালদহ। এই জেলার তথ্যগুলি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তোলা হয়েছে বুধবার অবধি। এসআইআর সংক্রান্ত ম্যাপিং এর কাজ অসম্পূর্ণ থাকায় এই মাসের শেষের দিকে বৈঠক হওয়ার নতুন দিন নির্ধারণ করা হয়েছে।