৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়ায়েজুলের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
  • / 20

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন 'বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চ' -এর সভাপতি ওয়ায়েজুল হক

পুবের কলম প্রতিবেদকঃ জাতিধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’-এর সভাপতি ওয়ায়েজুল হক। সুপার সানডে’তে আয়োজিত হুগলির ঘোলদিগরুইয়ের ওই অনুষ্ঠানে মঞ্চের সভাপতি দৃপ্তকণ্ঠে বলেন‘আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহপাককে সন্তুষ্ট করতে পারলে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে।’

কোভিডবিধি মেনে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও শিশুকিশোর পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ওয়ায়েজুল। শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জনাব ওয়ায়েজুল হক বলেন‘যত শিক্ষালাভ করতে পারব সেটাই আমাদের সম্পদ। যতক্ষণ না শিক্ষার ভাগ আমরা দিচ্ছি ততক্ষণ এর কোনও ভাগ হয় কেউ নিতে পারবে না।’

আরও পড়ুন: বিধায়ক ইদ্রিশ আলির খবর নিতে হাসপাতালে ইমরান ও ওয়ায়েজুল

ওয়ায়েজুল বলেন‘আর একটি জিনিসের ভাগ হয়না। তা হল ‘আমল’ বা ‘সৎ কর্ম’। সবাইকে সত্যের পথে থাকতে হবে। কোনও প্রলোভনে পা দেবেন না। কাউকে পদলেহন করবেন না। যদি তা করতেই হয়তবে একমাত্র আব্বা-আম্মাকেই করবেন। কারণ আব্বা যদি জন্নাতের দরজা হনতাহলে আম্মা হলেন জান্নাত। তাঁদের প্রৌঢ় অবস্থায় সেবা যত্ন করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তা না করে নামায পড়ে কুরআন পড়ে কিংবা রোযা রেখে কোনও লাভ নেই।’ এর পাশাপাশি স্থানীয় মাদ্রাসাকেও আরও উন্নত করার বার্তা দিয়েছেন তিনি। এর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন জনাব ওয়ায়েজুল হক।

এদিনের অনুষ্ঠানে জনাব ওয়ায়েজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক জনাব আলমগীর মোল্লা মহামদুল হক (টুটুল)সহ সাধারণ সম্পাদক জিয়াবুর রহমানকোষাধ্যক্ষ শেখ হান্নানআবু বক্কর সিদ্দিক খানপীরজাদা সৈয়দ আধুল আজিজ সাহেবপীরজাদা সৈয়দ আধুল হাই সাহেব ও দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আরামবাগ সাবডিভিশন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আবরার সাইদি এবং মামুন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওয়ায়েজুলের

আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ জাতিধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন ‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ’-এর সভাপতি ওয়ায়েজুল হক। সুপার সানডে’তে আয়োজিত হুগলির ঘোলদিগরুইয়ের ওই অনুষ্ঠানে মঞ্চের সভাপতি দৃপ্তকণ্ঠে বলেন‘আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহপাককে সন্তুষ্ট করতে পারলে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে।’

কোভিডবিধি মেনে জনকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও শিশুকিশোর পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ওয়ায়েজুল। শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জনাব ওয়ায়েজুল হক বলেন‘যত শিক্ষালাভ করতে পারব সেটাই আমাদের সম্পদ। যতক্ষণ না শিক্ষার ভাগ আমরা দিচ্ছি ততক্ষণ এর কোনও ভাগ হয় কেউ নিতে পারবে না।’

আরও পড়ুন: বিধায়ক ইদ্রিশ আলির খবর নিতে হাসপাতালে ইমরান ও ওয়ায়েজুল

ওয়ায়েজুল বলেন‘আর একটি জিনিসের ভাগ হয়না। তা হল ‘আমল’ বা ‘সৎ কর্ম’। সবাইকে সত্যের পথে থাকতে হবে। কোনও প্রলোভনে পা দেবেন না। কাউকে পদলেহন করবেন না। যদি তা করতেই হয়তবে একমাত্র আব্বা-আম্মাকেই করবেন। কারণ আব্বা যদি জন্নাতের দরজা হনতাহলে আম্মা হলেন জান্নাত। তাঁদের প্রৌঢ় অবস্থায় সেবা যত্ন করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তা না করে নামায পড়ে কুরআন পড়ে কিংবা রোযা রেখে কোনও লাভ নেই।’ এর পাশাপাশি স্থানীয় মাদ্রাসাকেও আরও উন্নত করার বার্তা দিয়েছেন তিনি। এর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন জনাব ওয়ায়েজুল হক।

এদিনের অনুষ্ঠানে জনাব ওয়ায়েজুল হক ছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক জনাব আলমগীর মোল্লা মহামদুল হক (টুটুল)সহ সাধারণ সম্পাদক জিয়াবুর রহমানকোষাধ্যক্ষ শেখ হান্নানআবু বক্কর সিদ্দিক খানপীরজাদা সৈয়দ আধুল আজিজ সাহেবপীরজাদা সৈয়দ আধুল হাই সাহেব ও দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আরামবাগ সাবডিভিশন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি আবরার সাইদি এবং মামুন।