০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসে কুরআন হিফজ করল ৭ বছরের ওয়ারদা!

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 52

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক:  মাত্র কয়েক মাসেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে ৭ বছরের কন্যা শিশু আমাতুল্লাহ ওয়ারদা। করোনাকালে ঘরে বসে নিজ মায়ের কাছে হিফজ শুরু করে ওয়ারদা। মায়ের তত্ত্বাবধায়নে অল্প কয়েক মাসের চেষ্টাতেই পুরো পবিত্র কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে সে। ওয়ারদার জন্ম পবিত্র মদিনায়। পড়াশোনার হাতে খড়িও মদিনায়। ওয়ারদার মা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মানাহিল মডেল মাদরাসার বালিকা শাখার হিফজ বিভাগের প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন। আমাতুল্লাহ ওয়ারদার বাবামা এবং বড়বোন সকলেই কুরআনের হাফেজ ও আলেম।

ঘরে বসে কুরআন হিফজ করল ৭ বছরের ওয়ারদা!
প্রতীকী ছবি

এর আগে আমাতুল্লাহর বোন ৮ মাসেরও কম সময়ে হিফজ সম্পন্ন করেছিল। মেয়ে ওয়ারদার কুরআন হিফজের বিষয়ে আপ্লুত বাবা বলেন ’আল্লাহতায়ালা আমার ওপর এত বেশি অনুগ্রহ করেছেন যে তা বলে শেষ করতে পারব না। তিনি আমার ছোট মেয়ে আমাতুল্লাহ ওয়ারদাকে কুরআনুল কারিম অন্তরে ধারণ করার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজ সে হিফজুল কুরআনের শেষ সবক শুনিয়েছে ।’ তিনি আরও বলেন এ এক এমন প্রাপ্তি যার তুলনা হয় না। এমন এক অনুভূতি যা প্রকাশ করা যায় না। এমন প্রশান্তি যা বলে বঝানো যায় না। মেয়ের কুরআন শিক্ষা নিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়ে কেঁদে ফেলেন পিতা। তাঁর কথায় ’জীবনের যেকোনও প্রাপ্তি ও সফলতার চেয়ে পবিত্র কুরআনের এ প্রাপ্তি আমার কাছে অনেক বড় অনেক সুখের এবং অনেক সম্মানের।’

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘরে বসে কুরআন হিফজ করল ৭ বছরের ওয়ারদা!

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  মাত্র কয়েক মাসেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে ৭ বছরের কন্যা শিশু আমাতুল্লাহ ওয়ারদা। করোনাকালে ঘরে বসে নিজ মায়ের কাছে হিফজ শুরু করে ওয়ারদা। মায়ের তত্ত্বাবধায়নে অল্প কয়েক মাসের চেষ্টাতেই পুরো পবিত্র কুরআন হিফজ করার গৌরব অর্জন করেছে সে। ওয়ারদার জন্ম পবিত্র মদিনায়। পড়াশোনার হাতে খড়িও মদিনায়। ওয়ারদার মা বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মানাহিল মডেল মাদরাসার বালিকা শাখার হিফজ বিভাগের প্রধান শিক্ষিকার দায়িত্বে রয়েছেন। আমাতুল্লাহ ওয়ারদার বাবামা এবং বড়বোন সকলেই কুরআনের হাফেজ ও আলেম।

ঘরে বসে কুরআন হিফজ করল ৭ বছরের ওয়ারদা!
প্রতীকী ছবি

এর আগে আমাতুল্লাহর বোন ৮ মাসেরও কম সময়ে হিফজ সম্পন্ন করেছিল। মেয়ে ওয়ারদার কুরআন হিফজের বিষয়ে আপ্লুত বাবা বলেন ’আল্লাহতায়ালা আমার ওপর এত বেশি অনুগ্রহ করেছেন যে তা বলে শেষ করতে পারব না। তিনি আমার ছোট মেয়ে আমাতুল্লাহ ওয়ারদাকে কুরআনুল কারিম অন্তরে ধারণ করার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজ সে হিফজুল কুরআনের শেষ সবক শুনিয়েছে ।’ তিনি আরও বলেন এ এক এমন প্রাপ্তি যার তুলনা হয় না। এমন এক অনুভূতি যা প্রকাশ করা যায় না। এমন প্রশান্তি যা বলে বঝানো যায় না। মেয়ের কুরআন শিক্ষা নিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়ে কেঁদে ফেলেন পিতা। তাঁর কথায় ’জীবনের যেকোনও প্রাপ্তি ও সফলতার চেয়ে পবিত্র কুরআনের এ প্রাপ্তি আমার কাছে অনেক বড় অনেক সুখের এবং অনেক সম্মানের।’

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের