৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

WBJEE Result 2024: হাইকোর্টের নির্দেশের মাঝেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ বৃহস্পতিবার

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 35

 পুবের কলম ওয়েবডেস্ক: WBJEE 2024-এর ফলপ্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা চাপানউতোর অবশেষে শেষ হতে চলেছে। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) হয়েছিল ২৭ এপ্রিল, কিন্তু তিন মাসেরও বেশি সময় কেটে গেলেও ফলপ্রকাশ হয়নি, যার জেরে লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তৈরি হয়েছিল প্রবল উদ্বেগ ও হতাশা।

 

এই পরিস্থিতিতে বেশ কয়েক জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন, যেখানে প্রশ্ন তোলা হয় ফলপ্রকাশে বিলম্ব এবং স্বচ্ছতার অভাব নিয়ে। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৭ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য সরকার এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: BREAKING: ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

 

আরও পড়ুন: ধর্মান্তরিত না হয়ে ভিনধর্মে বিয়ে অবৈধ: ইলাহাবাদ হাইকোর্ট

এই মামলার রায়দানের আগে, WBJEE 2024-এর ফল প্রকাশিত হবে ১ অগস্ট বৃহস্পতিবার—এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সবুজ সংকেত পেয়েছে WBJEE বোর্ড, এবং সেই অনুযায়ী ফলপ্রকাশের দিন চূড়ান্ত করেছে তারা।

আরও পড়ুন: এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক: সিঙ্গল বেঞ্চের রায়ে চ্যালেঞ্জ

 

বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নায় WBJEEB-র অফিসে সাংবাদিক বৈঠক (press conference) ডাকা হয়েছে, যেখানে আনুষ্ঠানিক ভাবে WBJEE 2024 Result Date ও সময় ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, “৫ জুনই ফল প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলা আদালতে থাকায় জটিলতা তৈরি হয়, ফলে ফল প্রকাশ পিছিয়ে দিতে হয়।”

 

WBJEE Result 2024 Delay-এর পেছনে মূল কারণ হিসেবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতাকেই দায়ী করেছে বোর্ড। এই সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট, যার ফলে ফল প্রকাশে আইনি বাধা আর থাকছে না বলেই সূত্রের খবর।

 

তবে আইনি চাপ, জনমতের চাপ এবং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উদ্বেগ—এই সব কিছু মিলিয়ে WBJEEB অবশেষে ফলপ্রকাশে এগোচ্ছে।

 

এবারের ফলপ্রকাশ ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তি। এখন দেখার, WBJEE 2024 Result প্রকাশের পর কলেজ কাউন্সেলিং, আসন বরাদ্দ এবং ভর্তি প্রক্রিয়া কীভাবে এগোয়। অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in বা wbjeeb.in-এ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

WBJEE Result 2024: হাইকোর্টের নির্দেশের মাঝেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ বৃহস্পতিবার

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: WBJEE 2024-এর ফলপ্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে চলা চাপানউতোর অবশেষে শেষ হতে চলেছে। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) হয়েছিল ২৭ এপ্রিল, কিন্তু তিন মাসেরও বেশি সময় কেটে গেলেও ফলপ্রকাশ হয়নি, যার জেরে লক্ষাধিক পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তৈরি হয়েছিল প্রবল উদ্বেগ ও হতাশা।

 

এই পরিস্থিতিতে বেশ কয়েক জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন, যেখানে প্রশ্ন তোলা হয় ফলপ্রকাশে বিলম্ব এবং স্বচ্ছতার অভাব নিয়ে। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৭ অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য সরকার এবং রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: BREAKING: ৭ অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

 

আরও পড়ুন: ধর্মান্তরিত না হয়ে ভিনধর্মে বিয়ে অবৈধ: ইলাহাবাদ হাইকোর্ট

এই মামলার রায়দানের আগে, WBJEE 2024-এর ফল প্রকাশিত হবে ১ অগস্ট বৃহস্পতিবার—এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে সবুজ সংকেত পেয়েছে WBJEE বোর্ড, এবং সেই অনুযায়ী ফলপ্রকাশের দিন চূড়ান্ত করেছে তারা।

আরও পড়ুন: এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক: সিঙ্গল বেঞ্চের রায়ে চ্যালেঞ্জ

 

বৃহস্পতিবার দুপুর ২টোয় সল্টলেকের রূপান্নায় WBJEEB-র অফিসে সাংবাদিক বৈঠক (press conference) ডাকা হয়েছে, যেখানে আনুষ্ঠানিক ভাবে WBJEE 2024 Result Date ও সময় ঘোষণা করা হবে।

 

উল্লেখ্য, বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, “৫ জুনই ফল প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ মামলা আদালতে থাকায় জটিলতা তৈরি হয়, ফলে ফল প্রকাশ পিছিয়ে দিতে হয়।”

 

WBJEE Result 2024 Delay-এর পেছনে মূল কারণ হিসেবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতাকেই দায়ী করেছে বোর্ড। এই সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট, যার ফলে ফল প্রকাশে আইনি বাধা আর থাকছে না বলেই সূত্রের খবর।

 

তবে আইনি চাপ, জনমতের চাপ এবং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উদ্বেগ—এই সব কিছু মিলিয়ে WBJEEB অবশেষে ফলপ্রকাশে এগোচ্ছে।

 

এবারের ফলপ্রকাশ ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তি। এখন দেখার, WBJEE 2024 Result প্রকাশের পর কলেজ কাউন্সেলিং, আসন বরাদ্দ এবং ভর্তি প্রক্রিয়া কীভাবে এগোয়। অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in বা wbjeeb.in-এ ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।