০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

 ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করল হোয়াটসঅ্যাপ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তীব্র প্রতিবাদের জেরে অবশেষে ডিলিট  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 67

 

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

পুবের কলম ওয়েবডেস্ক: বছরের শেষদিনের সন্ধ্যায় ফের মানচিত্র বিভ্রাট। অন্যতম জনপ্রিয় ম্যাসেজিংঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভারতের যে মানচিত্র দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে মানচিত্রে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং চিনের  দাবিকৃত কিছু ভারতীয় অঞ্চল বাদ দেওয়া হয়েছে।  দেশের মানচিত্র নিয়ে এই বিভ্রাট নজর এড়ায়নি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। বিকৃত মানচিত্রের ছবি ট্যুইট করে “ ডিয়ার হোইয়াটসঅ্যাপ’’ বলে তোপ দেগে  অবিলম্বে ত্রুটিপূর্ণ মানচিত্র সংশোধন করার কথা বলেন।  হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে  সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে জানানো হয়েছিল নিউ ইয়ারস ইভ উপলক্ষে ২৪ ঘণ্টা লাইভ স্ট্রিমিংয়ের নতুন ঘোষণার কথা। সেই ভিডিয়োয় ব্যবহার করা হয়েছিল একটি ভারতীয় মানচিত্র।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করল হোয়াটসঅ্যাপ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তীব্র প্রতিবাদের জেরে অবশেষে ডিলিট  

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, মিলবে ১৯ ভাষায় চ্যাটের রিয়েল-টাইম অনুবাদ  

 

সেটাকে নিয়েই যতরাজ্যের গন্ডগোল দেখা যায়। যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ট্যুইটারে ওই মানচিত্রের ছবি পোস্ট করে সেখানে ট্যাগ করে দেন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল পেজটিকে। এমনকি মেটা কর্তা মার্ক জুকারবার্গকেও ট্যাগ করেন ক্ষিপ্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এখানেই না থেমে আরও কড়া বার্তা দিয়েছেন চন্দ্রশেখর। নিজের ট্যুইটবার্তায় তিনি লেখেন যেসব সংস্থা ভারতের মাটিতে ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু দেশের সঠিক মানচিত্র ব্যবহার করাটা বাধ্যতামূলক। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এরপরে ওই মানচিত্র ডিলিট করে দেন।

 

অবশ্য এই মানচিত্র বিভ্রাট কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কিছুদিন আগেই জুম সংস্থার সিইও এরিক ইউইয়ান ভারতের একটি ম্যাপ ট্যুইট করেন। যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে ম্যাপ থেকেই  বাদ দিয়ে দেওয়া হয়। এটিও নজর এড়ায়নি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। তিনি তীব্র প্রতিবাদ করেন। ট্যুইটারে জুমের কর্ণধারকে ট্যাগ করে তীব্র ভর্ৎসনাও করেন তিনি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করল হোয়াটসঅ্যাপ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তীব্র প্রতিবাদের জেরে অবশেষে ডিলিট  

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

পুবের কলম ওয়েবডেস্ক: বছরের শেষদিনের সন্ধ্যায় ফের মানচিত্র বিভ্রাট। অন্যতম জনপ্রিয় ম্যাসেজিংঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভারতের যে মানচিত্র দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে মানচিত্রে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং চিনের  দাবিকৃত কিছু ভারতীয় অঞ্চল বাদ দেওয়া হয়েছে।  দেশের মানচিত্র নিয়ে এই বিভ্রাট নজর এড়ায়নি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। বিকৃত মানচিত্রের ছবি ট্যুইট করে “ ডিয়ার হোইয়াটসঅ্যাপ’’ বলে তোপ দেগে  অবিলম্বে ত্রুটিপূর্ণ মানচিত্র সংশোধন করার কথা বলেন।  হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে  সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে জানানো হয়েছিল নিউ ইয়ারস ইভ উপলক্ষে ২৪ ঘণ্টা লাইভ স্ট্রিমিংয়ের নতুন ঘোষণার কথা। সেই ভিডিয়োয় ব্যবহার করা হয়েছিল একটি ভারতীয় মানচিত্র।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

 ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করল হোয়াটসঅ্যাপ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তীব্র প্রতিবাদের জেরে অবশেষে ডিলিট  

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, মিলবে ১৯ ভাষায় চ্যাটের রিয়েল-টাইম অনুবাদ  

 

সেটাকে নিয়েই যতরাজ্যের গন্ডগোল দেখা যায়। যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ট্যুইটারে ওই মানচিত্রের ছবি পোস্ট করে সেখানে ট্যাগ করে দেন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল পেজটিকে। এমনকি মেটা কর্তা মার্ক জুকারবার্গকেও ট্যাগ করেন ক্ষিপ্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এখানেই না থেমে আরও কড়া বার্তা দিয়েছেন চন্দ্রশেখর। নিজের ট্যুইটবার্তায় তিনি লেখেন যেসব সংস্থা ভারতের মাটিতে ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু দেশের সঠিক মানচিত্র ব্যবহার করাটা বাধ্যতামূলক। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এরপরে ওই মানচিত্র ডিলিট করে দেন।

 

অবশ্য এই মানচিত্র বিভ্রাট কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। কিছুদিন আগেই জুম সংস্থার সিইও এরিক ইউইয়ান ভারতের একটি ম্যাপ ট্যুইট করেন। যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে ম্যাপ থেকেই  বাদ দিয়ে দেওয়া হয়। এটিও নজর এড়ায়নি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। তিনি তীব্র প্রতিবাদ করেন। ট্যুইটারে জুমের কর্ণধারকে ট্যাগ করে তীব্র ভর্ৎসনাও করেন তিনি।