০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে হজের প্রথম উড়ান কবে, জানুন বিস্তারিত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 148

ফাইল চিত্র

আবদুল ওদুদঃ  ২০২৩-এর হজের সম্ভাব্য প্রথম উড়ান ছাড়বে ২১ মে। তবে পশ্চিমবাংলা থেকে হজের প্রথম উড়ান কবে ছাড়বে, তা নির্দিষ্ট করা হয়নি। শুক্রবার ভারতীয় হজযাত্রীদের জন্য অ্যাকশন প্ল্যান ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। এই কমিটি এক সার্কুলার জারি করে অ্যাকশন প্ল্যানের কথা ঘোষণা করে এমনটাই জানিয়েছে। সার্কুলারে জানানো হয়, ফি-বছরই হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। সেই প্রশিক্ষণে ট্রেনারদের চিহ্নিত করার কাজ মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে। ট্রেনারদের ট্রেনিং হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। আগামী ১ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে সউদিতে বিল্ডিং সিলেকশন টিম তৈরি হবে। ১১ মার্চ হজ কমিটি অব ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অব সিভিল অ্যাভিয়েশনের বৈঠক রয়েছে। ২৪ মার্চের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা তৈরি করবে কেন্দ্রীয় হজ কমিটি।

২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে বিল্ডিং সিলেকশন কমিটি চূড়ান্ত রিপোর্ট দেবে। ২৭ মার্চের মধ্যে হজ যাত্রীদের ম্যাডিক্যাল সার্টিফিকেট-পাসপোর্ট- পে-স্লিপসহ সমস্ত নথি স্টেট হজ কমিটিতে জমা করতে হবে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

৩০ মার্চ কারা হজের সুযোগ পাবেন, কারা বাতিল হবেন, সেই তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় হজ কমিটি। আগামী ১০ এপ্রিল খাদেমূল হুজ্জাজদের ইন্টারভিউ নেওয়া হবে বিভিন্ন রাজ্যের স্টেট হজ কমিটিতে। আগামী ১৪ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ভারতীয় বিমান সংস্থা।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

আগামী ১৫ এপ্রিল ভ্যাকসিনের বন্দোবস্ত করা হবে। ২৪ এপ্রিলের পর এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা। খাদেমুল হুজ্জাজদের প্রশিক্ষণ হবে ২৪ এপ্রিল মুম্বইতে।

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

এই প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় হজ কমিটি। ভারতীয় বিমান সংস্থা ২১ এপ্রিল বিমানের চূড়ান্ত তালিকা জমা দেবে ভারতীয় হজ কমিটিতে। হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু হবে ১৮ এপ্রিল থেকে। আর সেই ভিসার কাজকর্ম করবে সউদি আরবের কনস্যুলেট জেনারেল।

ভারত থেকে প্রথম হজের সম্ভাব্য উড়ান শুরু হবে ২১মে। তবে প্রথম উড়ান কোথা থেকে যাবে, সে-বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেনি কেন্দ্রীয় হজ কমিটি। দেশ থেকে শেষ উড়ান ছাড়বে ২২ জুন। পবিত্র হজ সম্পন্ন করে সউদি থেকে ভারতীয় হাজীদের নিয়ে প্রথম উড়ান দেশে ফিরবে ৩ জুলাই। আর শেষ উড়ান ফিরবে ২ আগস্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত থেকে হজের প্রথম উড়ান কবে, জানুন বিস্তারিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

আবদুল ওদুদঃ  ২০২৩-এর হজের সম্ভাব্য প্রথম উড়ান ছাড়বে ২১ মে। তবে পশ্চিমবাংলা থেকে হজের প্রথম উড়ান কবে ছাড়বে, তা নির্দিষ্ট করা হয়নি। শুক্রবার ভারতীয় হজযাত্রীদের জন্য অ্যাকশন প্ল্যান ঘোষণা করল কেন্দ্রীয় হজ কমিটি। এই কমিটি এক সার্কুলার জারি করে অ্যাকশন প্ল্যানের কথা ঘোষণা করে এমনটাই জানিয়েছে। সার্কুলারে জানানো হয়, ফি-বছরই হজযাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। সেই প্রশিক্ষণে ট্রেনারদের চিহ্নিত করার কাজ মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে। ট্রেনারদের ট্রেনিং হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে। আগামী ১ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে সউদিতে বিল্ডিং সিলেকশন টিম তৈরি হবে। ১১ মার্চ হজ কমিটি অব ইন্ডিয়া এবং মিনিস্ট্রি অব সিভিল অ্যাভিয়েশনের বৈঠক রয়েছে। ২৪ মার্চের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা তৈরি করবে কেন্দ্রীয় হজ কমিটি।

২৫ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে বিল্ডিং সিলেকশন কমিটি চূড়ান্ত রিপোর্ট দেবে। ২৭ মার্চের মধ্যে হজ যাত্রীদের ম্যাডিক্যাল সার্টিফিকেট-পাসপোর্ট- পে-স্লিপসহ সমস্ত নথি স্টেট হজ কমিটিতে জমা করতে হবে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

৩০ মার্চ কারা হজের সুযোগ পাবেন, কারা বাতিল হবেন, সেই তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় হজ কমিটি। আগামী ১০ এপ্রিল খাদেমূল হুজ্জাজদের ইন্টারভিউ নেওয়া হবে বিভিন্ন রাজ্যের স্টেট হজ কমিটিতে। আগামী ১৪ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ভারতীয় বিমান সংস্থা।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

আগামী ১৫ এপ্রিল ভ্যাকসিনের বন্দোবস্ত করা হবে। ২৪ এপ্রিলের পর এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হওয়ার সম্ভাবনা। খাদেমুল হুজ্জাজদের প্রশিক্ষণ হবে ২৪ এপ্রিল মুম্বইতে।

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

এই প্রশিক্ষণ দেবে কেন্দ্রীয় হজ কমিটি। ভারতীয় বিমান সংস্থা ২১ এপ্রিল বিমানের চূড়ান্ত তালিকা জমা দেবে ভারতীয় হজ কমিটিতে। হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু হবে ১৮ এপ্রিল থেকে। আর সেই ভিসার কাজকর্ম করবে সউদি আরবের কনস্যুলেট জেনারেল।

ভারত থেকে প্রথম হজের সম্ভাব্য উড়ান শুরু হবে ২১মে। তবে প্রথম উড়ান কোথা থেকে যাবে, সে-বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেনি কেন্দ্রীয় হজ কমিটি। দেশ থেকে শেষ উড়ান ছাড়বে ২২ জুন। পবিত্র হজ সম্পন্ন করে সউদি থেকে ভারতীয় হাজীদের নিয়ে প্রথম উড়ান দেশে ফিরবে ৩ জুলাই। আর শেষ উড়ান ফিরবে ২ আগস্ট।