অবসরের পর কোনও সরকারি পদ গ্রহণ করব না
রাজনীতি নিয়ে বিশেষ দৃষ্টিকোণ নেই: হবু প্রধান বিচারপতি বি আর গাভাই

- আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
- / 326
রাজনীতি নিয়ে বিশেষ দৃষ্টিকোণ নেই: বি আর গাভাই
নয়া দিল্লি, ১২ মে: রাজনীতির প্রতি আমার কোনও বিশেষ দৃষ্টিকোণ নেই। অবসরের পর কোনও সরকারি পদ গ্রহণ করব না। সম্প্রতি সাংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের হবু প্রধান বিচারপতি বি আর গাভাই। আগামী দু’দিনের মধ্যেই সুপ্রিম সিটে বসতে চলেছেন তিনি।
তাঁর আগেই হবু বিচারপতির এহেন বক্তব্যে সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় বিচারপতি গাভাই বলেন, আমার কোনও রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। বিশেষ আগ্রহ নেই কোনও দলের প্রতি। তাই অবসরের পর কোনও সরকারি দায়িত্বে আমি থাকব না।
একজন প্রাক্তন প্রধান বিচারপতির রাজ্যপাল হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অন্য কারোর ব্যক্তিগত পরিসরে আমার বলার কিছু নেই বা থাকে না। তবে আমি মনে করি, প্রধান বিচারপতি পদ মর্যাদায় রাজ্যপালের চেয়ে উঁচু। আপনি যদি কেবল কাঁচের ঘরেই বসে থাকেন, তাহলে একজন বিচারপতি হিসেবে আপনি সাধারণ মানুষের সমস্যা বুঝতে পারবেন না। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মেলামেশা জরুরি। তিনি সম্প্রতি মণিপুর সফরের কথাও জানান।
সংসদ ও বিচার বিভাগের সম্পর্ক নিয়ে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের বক্তব্য প্রসঙ্গে গাভাই বলেন, সংবিধানই সর্বোচ্চ। কেশবানন্দ ভারতী মামলায় ১৩ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। এই বিবৃতিগুলি বিচারপতি গাভাইয়ের ব্যক্তিত্ব ও বিচার বিভাগের মর্যাদা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির পরিচায়ক।
প্রসঙ্গত, ২০১৩-২০১৪ সাল পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকা পি. সত্যসিবম ২০১৪ সালে কেরলের রাজ্যপাল নিযুক্ত হন । এবং ২০১৯ সাল পর্যন্ত সংশ্লিষ্ট পদেই ছিলেন তিনি। সম্প্রতি ২০২৩ সালে বিচারপতি এস. আবদুল নাজির অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ২০২০ সালে রাজ্যসভায় মনোনীত হন।