১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কুস্তীগিরদের! দিল্লিতে আমরণ অনশনের ঘোষণা  

পুবের কলম,ওয়েবডেস্ক: গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন  অলিম্পিকে সোনা জয়ী দেশের কুস্তীগিররা। সূত্রের খবর অনুসারে, আজ সন্ধ্যা ৬ টাই হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন দেবেন তাঁরা।

অবস্থান ধরনা চালিয়েছেন এক মাসের বেশি সময় ধরে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার আমরণ অনশনে বসতে পারেন কুস্তিগীররা। সেইসঙ্গে গঙ্গায় পদক বির্সজনের কথাও জানিয়ে দিলেন সাক্ষী মা‌লিক বজরং পুনিয়ারা।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

প্রসঙ্গক্রমে, টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া সমাজমাধ্যমের পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় বির্সজন করে দেবেন।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

কয়েক দিন ধরে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তীগিররা। রবিবার  নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেই সময় জোর করে আটক করা হয় সাক্ষীদের।

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে বেশ কিছু দিন ধরে ধরনা দিচ্ছেন তাঁরা। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় শাসকদল বিজেপির সাংসদ ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তীগিররা। এ বার পদক ফেলে দেওয়ার কথা হুশিয়ারি দিলেন তাঁরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গায় পদক ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত কুস্তীগিরদের! দিল্লিতে আমরণ অনশনের ঘোষণা  

আপডেট : ৩০ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন  অলিম্পিকে সোনা জয়ী দেশের কুস্তীগিররা। সূত্রের খবর অনুসারে, আজ সন্ধ্যা ৬ টাই হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জন দেবেন তাঁরা।

অবস্থান ধরনা চালিয়েছেন এক মাসের বেশি সময় ধরে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার আমরণ অনশনে বসতে পারেন কুস্তিগীররা। সেইসঙ্গে গঙ্গায় পদক বির্সজনের কথাও জানিয়ে দিলেন সাক্ষী মা‌লিক বজরং পুনিয়ারা।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

প্রসঙ্গক্রমে, টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া সমাজমাধ্যমের পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় বির্সজন করে দেবেন।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

কয়েক দিন ধরে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তীগিররা। রবিবার  নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেই সময় জোর করে আটক করা হয় সাক্ষীদের।

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে বেশ কিছু দিন ধরে ধরনা দিচ্ছেন তাঁরা। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রীয় শাসকদল বিজেপির সাংসদ ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে সরানোর দাবিতে গত মাস থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তীগিররা। এ বার পদক ফেলে দেওয়ার কথা হুশিয়ারি দিলেন তাঁরা।