১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী’  রাখির অভিযোগে গ্রেফতার আদিল

পুবের কলম ওয়েবডেস্ক: রাখি কাণ্ডে নয়া মোর। এ বার গ্রেফতার হল রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি। দিন কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল অভিনেত্রী। রাখির অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে আদিলকে গ্রেফতার করেছে ওশিওয়াড়া পুলিশ।

বিগত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে ছিল  রাখি-আদিলের বিয়ে। এবার  স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।

আদিলের জন্যই মৃত্যু হয়েছে তাঁর মায়ের। সঠিক চিকিৎসা পেলে বেঁচে যেত তাঁর মা। আদিলকে ১০ লক্ষ টাকার চেকও দিয়েছিলাম। কিন্তু ও হাসপাতালে সেটি জমা করে নি।  এছাড়াও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে তাঁর। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং শারীরিক অত্যাচারের অভিযোগও আনেন তিনি।

রাখির দাবি, তাঁর মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। অবশেষে পুলিশের দ্বারস্থ হন রাখি। এফআইআর দায়ের করে আদিলের বিরুদ্ধে।

স্বামী আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আগেই। এ বার রাখির দাবি, সেই মহিলার সঙ্গেই এখন থাকছেন আদিল। তাই তাঁর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘‘আদিল আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমারই কপালটা খারাপ,’’ এমনটাই মন্তব্য করে সংবাদমাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ  ‘বিগ বস’ খ্যাত তারকার।

রাখি বলেন, ‘‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। বলেছিল, আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। কিন্তু ও আসেনি। 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী’  রাখির অভিযোগে গ্রেফতার আদিল

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাখি কাণ্ডে নয়া মোর। এ বার গ্রেফতার হল রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি। দিন কয়েক আগেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল অভিনেত্রী। রাখির অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে আদিলকে গ্রেফতার করেছে ওশিওয়াড়া পুলিশ।

বিগত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে ছিল  রাখি-আদিলের বিয়ে। এবার  স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী।

আদিলের জন্যই মৃত্যু হয়েছে তাঁর মায়ের। সঠিক চিকিৎসা পেলে বেঁচে যেত তাঁর মা। আদিলকে ১০ লক্ষ টাকার চেকও দিয়েছিলাম। কিন্তু ও হাসপাতালে সেটি জমা করে নি।  এছাড়াও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে তাঁর। স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং শারীরিক অত্যাচারের অভিযোগও আনেন তিনি।

রাখির দাবি, তাঁর মায়ের গয়না এবং ৪ লক্ষ নগদ নিয়ে চম্পট দিয়েছেন স্বামী। অবশেষে পুলিশের দ্বারস্থ হন রাখি। এফআইআর দায়ের করে আদিলের বিরুদ্ধে।

স্বামী আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন আগেই। এ বার রাখির দাবি, সেই মহিলার সঙ্গেই এখন থাকছেন আদিল। তাই তাঁর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘‘আদিল আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমারই কপালটা খারাপ,’’ এমনটাই মন্তব্য করে সংবাদমাধ্যমের কাছে আক্ষেপ প্রকাশ  ‘বিগ বস’ খ্যাত তারকার।

রাখি বলেন, ‘‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। বলেছিল, আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। কিন্তু ও আসেনি।