১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৪ কোটি! নিজের এত দাম চাননি চাহার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 134

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি দাম নিয়ে চেন্নাই সুপার কিংসে খেলবেন ভারতীয় দলের অলরাউন্ডার  দীপক চাহার। সিএসকের বোলিং আক্রমণ তাঁকে ঘিরেই গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে তাঁর দাম উঠেছে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি। ১৪  কোটি টাকা খরচ করে তাঁকে নিয়েছে ধোনিরই দল সিএসকে। চাহার অবশ্য সিএসকে’তেই ছিলেন। নিলামের দু’দিন পরে সেই চাহার জানালেন– তিনি এত টাকা চাননি। ১৩ কোটি টাকা দাম উঠে যাওয়ার পরে তাঁর মনে হয়েছিল– আর কোনও ফ্র্যাঞ্চাইজি যেন তাঁর জন্য দর না হাঁকেন।

একটি সংবাদ মাধ্যমে চাহার বলেন– ‘আমি সবসময়ই সিএসকে’র হয়েই খেলতে চেয়েছি।  নিজেকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে দেূতে চাইনি। তাই নিলামে যখন আমার দর ১৩  কোটি টাকা উঠে যায়– তখন  চেয়েছিলাম আর যেন আমার জন্য আর যেন দর হাঁকা না হয়– কারণ তা হলে  দলের হাতে টাকা থাকবে– তখন আরও ভালো দল গঠন করা সম্ভব হবে। ’

চাহার জানিয়েছেন– তিনি জানতেন নিলামে সিএসকে তাঁকে দলে নেবে। কি ভাবে? ‘আমি সিএসকে রিটেনশনের কথা বলিনি। কারন অনেকদিন আগেই ধোনি ভাই আর শ্রীনিবাসন স্যার আমাকে বলে দিয়েছিলেন– ‘তুমি হলুদ জার্সিতেই খেলবে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৪ কোটি! নিজের এত দাম চাননি চাহার

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি দাম নিয়ে চেন্নাই সুপার কিংসে খেলবেন ভারতীয় দলের অলরাউন্ডার  দীপক চাহার। সিএসকের বোলিং আক্রমণ তাঁকে ঘিরেই গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে তাঁর দাম উঠেছে মহেন্দ্র সিং ধোনির থেকেও বেশি। ১৪  কোটি টাকা খরচ করে তাঁকে নিয়েছে ধোনিরই দল সিএসকে। চাহার অবশ্য সিএসকে’তেই ছিলেন। নিলামের দু’দিন পরে সেই চাহার জানালেন– তিনি এত টাকা চাননি। ১৩ কোটি টাকা দাম উঠে যাওয়ার পরে তাঁর মনে হয়েছিল– আর কোনও ফ্র্যাঞ্চাইজি যেন তাঁর জন্য দর না হাঁকেন।

একটি সংবাদ মাধ্যমে চাহার বলেন– ‘আমি সবসময়ই সিএসকে’র হয়েই খেলতে চেয়েছি।  নিজেকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে দেূতে চাইনি। তাই নিলামে যখন আমার দর ১৩  কোটি টাকা উঠে যায়– তখন  চেয়েছিলাম আর যেন আমার জন্য আর যেন দর হাঁকা না হয়– কারণ তা হলে  দলের হাতে টাকা থাকবে– তখন আরও ভালো দল গঠন করা সম্ভব হবে। ’

চাহার জানিয়েছেন– তিনি জানতেন নিলামে সিএসকে তাঁকে দলে নেবে। কি ভাবে? ‘আমি সিএসকে রিটেনশনের কথা বলিনি। কারন অনেকদিন আগেই ধোনি ভাই আর শ্রীনিবাসন স্যার আমাকে বলে দিয়েছিলেন– ‘তুমি হলুদ জার্সিতেই খেলবে।’