ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর ড্রোন উড়িয়ে গ্রেফতার 2 বাংলাদেশী যুবক

- আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
- / 94
পুবের কলম ওয়েব ডেস্ক: ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা? এবার বাংলাদেশের দুই নাগরিককে গ্রেফতার করল পুলিশ। হেস্টিংস থানা পুলিশ সিআইএসএফের অভিযোগের ভিত্তিতেই ওই দু’ ই জনকেই গ্রেফতার করেছে। এমনিতেই ঐতিহাসিক কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী তথা সিআইএসএফ।
এই প্রসঙ্গে, কলকাতা পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া ওই দু’ ই বাংলাদেশীর নাম মহম্মদ শিফাত ও মহম্মদ জিল্লুর রহমান। মূলত তারা দুই জনই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। ইতিমধ্যেই তাদের দুই জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।এবং শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে খবর, ওই দুজন ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দিকে একতলার ব্যালকনি থেকে ক্যামেরা লাগানো ড্রোন ওড়াচ্ছিল এবং আর্মি হেড কোয়ার্টার ফোর্ট উইলিয়ামের কাছাকাছি অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবন ও স্মৃতিস্তম্ভের ছবি তুলছিল।
এই প্রসঙ্গে পুলিশ আরও জানিয়েছেন, ওই দুই বাংলাদেশী কোনও রকম বৈধ অনুমতি ছাড়াই গোপনে
রিমোট কন্ট্রোলের সাহায্য নিয়ে ছবি তুলছিল।আর এই ভাবে ছবি তোলা দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে।
তবে এই প্রসঙ্গে আটক দুই বাংলাদেশী জানিয়েছেন,এই বিষয়ে আমরা অবগত ছিলাম না। তাঁরা জানত না অনুমতি ছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর ড্রোন দিয়ে ভিডিও করা যায় না। অবশ্য পুলিশ তাতে মোটেই বিশ্বাস করছে না।তবে পুলিশের তরফ থেকে ভিডিওগুলি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভিক্টোরিয়া চত্বরে।