১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ছত্তিশগড়ে খতম ২ মাওবাদী নেত্রী

চামেলি দাস
- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 187
পুবের কলম ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে নিকেশ ২ মাওবাদী নেতা। নারায়ণগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২ মাওবাদী নেত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।
সূ্ত্রের খবর অভুজমাদ এলাকার বালাঘাট জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। ওই এলাকায় বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকার খবর ছিল। খবর পেয়ে এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলে। অবশেষে গুলি লেগে মৃত্যু হয় দুই মাও নেত্রীর।
Tag :
Maobadi