২৩ নয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হবে রাজ্যজুড়ে, বরাদ্দ ২৩ কোটি টাকা
ইমামা খাতুন
- আপডেট :
১৯ মার্চ ২০২৩, রবিবার
- / 4
পুবের কলম প্রতিবেদকঃ ব্লক হাসপাতালগুলির উপর চাপ কমাতে রাজ্যে আরও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। সেজন্য স্বাস্থ্যদপ্তর প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ করল। ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় নিজস্ব ভবনবিহীন সাবসেন্টার চলছিল। সেখানেও ভবন তৈরি করা হবে। এমন ২৩টি সাব সেন্টারের জন্য ৯ কোটির বেশি টাকা ছাড়া হয়েছে। দু’টি প্রকল্পেই ২০২৩-২৪ সালের পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।
যে সব জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি করা হবে সেগুলি হল, আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং ডায়মন্ডহারবার ও রামপুরহাট স্বাস্থ্যজেলা। পাহাড় এবং সমতলের জন্য পৃথক বাজেট ধরা হয়েছে। যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে তিনটি এমন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। প্রতিটির জন্য ১ কোটি ১৭ লক্ষ টাকা করে ধরা হয়েছে। বাকি জায়গার ক্ষেত্রে ৯৭ লক্ষ করে বরাদ্দ করেছে স্বাস্থ্যদফতর।
যেভাবে জেলায় জেলায় রোগীর চাপ বাড়ছে, তাতে একটি ব্লক হাসপাতাল কিংবা প্রাথমিক স্বাস্থাকেন্দ্র যথেষ্ট নয়। চিকিৎসকদের মতে, রোগীদের অনেক দূর থেকে হাসপাতালে আসতে হয়। এই যন্ত্রণা দূর করতে তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মথুরাপুর ১ ব্লকের যাদবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকর্তাদের মতে, এই এলাকার মানুষজনকে অনেকটা পথ যেতে হতো চিকিৎসার জন্য। এবারে এখানে এটি চালু হয়ে গেলে প্রসবের ব্যবস্থাও করা হবে। এদিকে, ৯টি জেলায় যে সাবসেন্টারের ভবন তৈরি করা হবে, সেগুলিও এখন ভালো অবস্থায় চলছিল না বলে অভিযোগ। কোনওটি ভাড়াবাড়িতে আবার কোনওটি কোনও রকমে একটি ঘরে চলছিল। সেই সমস্যাও এবার মিটতে চলেছে।