০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩, ক্ষুব্ধ বিধায়ক

রফিকুল হাসান
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 121

পারভেজ হোসেন, দিনহাটা: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে গরু পাচার করার সময় বিএসএফ -এর গুলিতে মৃত্যু হল তিন পাচারকারির। যদিও বিএসএফের এই গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনীয়া। তিনি জানান, বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে।

বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের সিতাই থানার পশ্চিম চামটার ধুমদাহ পার এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে জানা গেছে। মৃত ভারতীয় পাচারকারীর নাম প্রকাশ বর্মন। তবে বাংলাদেশী পাচারকারিদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, সিসিইউ-তে প্রাক্তন প্রধানমন্ত্রী

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৩ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করে। জওয়ানরা প্রথমে তাঁদের হুঁশিয়ারি দেন। ফিরে যেতে বলেন। কিন্তু বিএসএফের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি পাচারকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী। উল্টে দুষ্কৃতীরা বাহিনীর উপর চড়াও হয়, এমনকি তাদের দিকে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানরা দুষ্কৃতীদের উদ্দেশ্য গুলি চালায়। ভারতীয় পাচারকারী প্রকাশ বর্মনের মাথায় গুলি লাগলে তার মৃত্যু হয়। এছাড়া পরে সীমান্ত থেকে দুটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: ‘চব্বিশের বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’, স্লোগান তুলে বাংলাদেশে উল্লাস জনতার

শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা এবং সিতাই থানার পুলিস। যান বিএসএফ- এর আধিকারিকরা এবং সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

ঘটনার নিন্দা করেছেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। তিনি বলেন, “ওই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই গরু পাচার হয়। বিএসএফ-এর উচিৎ সেই পাচারকারীদের মূল পান্ডাদের ধরা। কিন্তু তারা তা করছেন না। জওয়ানরা পায়ে গুলি করতে পারতেন, রবার বুলেট ব্যবহার করতে পারতেন। কিন্তু এভাবে সরাসরি গুলি চালানোয় আজ তিনটি প্রাণ চলে গেল।  বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে বিএসএফের গুলিতে মৃত ৩, ক্ষুব্ধ বিধায়ক

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পারভেজ হোসেন, দিনহাটা: ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে গরু পাচার করার সময় বিএসএফ -এর গুলিতে মৃত্যু হল তিন পাচারকারির। যদিও বিএসএফের এই গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনীয়া। তিনি জানান, বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে।

বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের সিতাই থানার পশ্চিম চামটার ধুমদাহ পার এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে জানা গেছে। মৃত ভারতীয় পাচারকারীর নাম প্রকাশ বর্মন। তবে বাংলাদেশী পাচারকারিদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, সিসিইউ-তে প্রাক্তন প্রধানমন্ত্রী

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৩ টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী গরু পাচারের চেষ্টা করে। জওয়ানরা প্রথমে তাঁদের হুঁশিয়ারি দেন। ফিরে যেতে বলেন। কিন্তু বিএসএফের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি পাচারকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী। উল্টে দুষ্কৃতীরা বাহিনীর উপর চড়াও হয়, এমনকি তাদের দিকে পাথর ছুড়তে থাকে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানরা দুষ্কৃতীদের উদ্দেশ্য গুলি চালায়। ভারতীয় পাচারকারী প্রকাশ বর্মনের মাথায় গুলি লাগলে তার মৃত্যু হয়। এছাড়া পরে সীমান্ত থেকে দুটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: ‘চব্বিশের বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’, স্লোগান তুলে বাংলাদেশে উল্লাস জনতার

শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা এবং সিতাই থানার পুলিস। যান বিএসএফ- এর আধিকারিকরা এবং সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

ঘটনার নিন্দা করেছেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। তিনি বলেন, “ওই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই গরু পাচার হয়। বিএসএফ-এর উচিৎ সেই পাচারকারীদের মূল পান্ডাদের ধরা। কিন্তু তারা তা করছেন না। জওয়ানরা পায়ে গুলি করতে পারতেন, রবার বুলেট ব্যবহার করতে পারতেন। কিন্তু এভাবে সরাসরি গুলি চালানোয় আজ তিনটি প্রাণ চলে গেল।  বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে”।