বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 316
পুবের কলম, ওয়েব ডেস্ক: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ নির্বাচন কমিশনের (election commission)। তাদের নথিতে গরমিল রয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের মতে, তাঁরা বাংলাদেশ ও নেপাল-সহ প্রতিবেশী দেশগুলির নাগরিক।
Ansarullah vows: ইয়েমেনে হামলা ইসরাইলের, প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি আনসারুল্লাহর
কমিশন (election commission) সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার পর বিহারের ৯৮.২ শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। বাকি ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কাটা গিয়েছে। কিন্তু যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন তাঁদেরও সকলের নথি সঠিক নয়।
এমনকি বহু নথিতে গরমিল রয়েছে। বা কেউ কেউ কোনও বৈধ নথিই জমা করেননি। এই ধরনের ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। আপাতত সংখ্যাটা ৩ লক্ষ। যা আরও বাড়তে পারে বলে অনুমান। ইআরও-রা নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত সংখ্যা অনেকটাই বাড়তে পারে।