১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতে ভিআইপি রোডের দমদমপার্কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ২

পুবের কলম প্রতিবেদক: মধ্যরাতে লেক টাউনের কাছে ভিআইপি রোডের উপর গতির বলি চার৷ রবিবার রাত দুটো নাগাদ একটি এসইউভি গাড়ি উল্টোডাঙার দিক থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিল৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই যাত্রাকালীন পথে এসইউভির চালক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে দমদমপার্ক সিগন্যালে অপেক্ষারত একটি মোটরবাইকের পিছনে ধাক্কা মেয়ে সেখানেই ক্ষান্ত হননি৷ একই সিগন্যালে দাঁড়িয়ে থাকা অপর একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে বেপরোয়া এসইউভি চালক৷ মাঝরাতে কার্যত একের পর এক গতির ‘তাণ্ডব’ চলে দমদমপার্কে৷ তাতে চালক সমেত ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হয় মোট ছজনকে৷ এদের মধ্যে মর্মান্তিক ভাবে প্রাণ খোয়া গেল দুই বাইক আরোহী এবং দুই চারচাকা যাত্রীর৷ শেষ পাওয়া খবর, বাকি দুই এসইউভি যাত্রী হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

মাঝ রাতে ভিআইপি রোডে ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়িটির গতিবেগ এমন পর্যায় ছিল যে, ধাক্কার অভিঘাতে এসইউভি’র সামনের আসনে বসে থাকা এক মহিলা উইন্ডস্ক্রিন ভেঙে সামনের বনেটের উপর বেরিয়ে আসে৷ সেখান থেকে তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

লেক টাউন থানার তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানান, দুর্ঘটনার সময় গাড়ি চালক-সহ ভিতরে মোট চারজনে ছিলেন৷ কারও সিটবেল্ট পরা ছিল না৷ সজোরে ধাক্কা মারার পরও গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুছড়ে যায়। সময়মতো কাজ করেনি তার এয়ারব্যাগ৷ ধাক্কায় এসইউভি’র চালক হীরালাল জয়স্বরা (৪৬) এবং তারই পাশের আসনের যাত্রী পূজা সিং (৩০)-এর মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

অন্যদিকে, বেপরোয়া এই এসইউভি ধাক্কায় কার্যত অপমৃত্যু ঘটল দুই বাইক আরোহীর৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘাতক যানের ধাক্কায় বাইক অরোহীরা রাস্তায় ছিটকে পড়ে৷ তাতেই রক্তাক্ত হন দু’জনে৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উভয়কেই আরজিকর হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসকেরা দুই বাইক অরোহীকে মৃত ঘোষণা করে৷ এক্ষেত্রে মৃতরা হলেন রোহিত কুমার (২৩) ও বাবু কুণ্ডু (২৫)৷

অপরদিকে, এসইউভি যানের বাকি দুই যাত্রী ছিলেন পিছনের আসনে বসে৷ সম্পর্কে তাঁরা মাসতুতো ভাই৷ একজনের নাম কুন্দন মল্লিক৷ আর অপরজন রাজেশ মল্লিক৷ এরাও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের বয়স কুড়ির মধ্যে৷ দুই যুবকের চিকিৎসা চলছে সরকারি দুই পৃথক চিকিৎসালয়ে৷

বিধাননগর কমিশনারেটের এক শীর্ষ পর্যায়ের পুলিশ কর্তা জানিয়েছেন, কিভাবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ সেটি জানতে মৃতদের ময়নাতদন্তের রির্পোট জরুরী৷ আহতরা সুস্থ হলে তাদেরও জিঞ্জাসাবাদ করা হবে৷

 

সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝরাতে ভিআইপি রোডের দমদমপার্কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ২

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মধ্যরাতে লেক টাউনের কাছে ভিআইপি রোডের উপর গতির বলি চার৷ রবিবার রাত দুটো নাগাদ একটি এসইউভি গাড়ি উল্টোডাঙার দিক থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিল৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই যাত্রাকালীন পথে এসইউভির চালক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে দমদমপার্ক সিগন্যালে অপেক্ষারত একটি মোটরবাইকের পিছনে ধাক্কা মেয়ে সেখানেই ক্ষান্ত হননি৷ একই সিগন্যালে দাঁড়িয়ে থাকা অপর একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে বেপরোয়া এসইউভি চালক৷ মাঝরাতে কার্যত একের পর এক গতির ‘তাণ্ডব’ চলে দমদমপার্কে৷ তাতে চালক সমেত ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হয় মোট ছজনকে৷ এদের মধ্যে মর্মান্তিক ভাবে প্রাণ খোয়া গেল দুই বাইক আরোহী এবং দুই চারচাকা যাত্রীর৷ শেষ পাওয়া খবর, বাকি দুই এসইউভি যাত্রী হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

মাঝ রাতে ভিআইপি রোডে ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়িটির গতিবেগ এমন পর্যায় ছিল যে, ধাক্কার অভিঘাতে এসইউভি’র সামনের আসনে বসে থাকা এক মহিলা উইন্ডস্ক্রিন ভেঙে সামনের বনেটের উপর বেরিয়ে আসে৷ সেখান থেকে তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডে হাসপাতাল ভেঙে মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে অনেকে

লেক টাউন থানার তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানান, দুর্ঘটনার সময় গাড়ি চালক-সহ ভিতরে মোট চারজনে ছিলেন৷ কারও সিটবেল্ট পরা ছিল না৷ সজোরে ধাক্কা মারার পরও গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুছড়ে যায়। সময়মতো কাজ করেনি তার এয়ারব্যাগ৷ ধাক্কায় এসইউভি’র চালক হীরালাল জয়স্বরা (৪৬) এবং তারই পাশের আসনের যাত্রী পূজা সিং (৩০)-এর মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩ সদস্য

অন্যদিকে, বেপরোয়া এই এসইউভি ধাক্কায় কার্যত অপমৃত্যু ঘটল দুই বাইক আরোহীর৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘাতক যানের ধাক্কায় বাইক অরোহীরা রাস্তায় ছিটকে পড়ে৷ তাতেই রক্তাক্ত হন দু’জনে৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উভয়কেই আরজিকর হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসকেরা দুই বাইক অরোহীকে মৃত ঘোষণা করে৷ এক্ষেত্রে মৃতরা হলেন রোহিত কুমার (২৩) ও বাবু কুণ্ডু (২৫)৷

অপরদিকে, এসইউভি যানের বাকি দুই যাত্রী ছিলেন পিছনের আসনে বসে৷ সম্পর্কে তাঁরা মাসতুতো ভাই৷ একজনের নাম কুন্দন মল্লিক৷ আর অপরজন রাজেশ মল্লিক৷ এরাও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের বয়স কুড়ির মধ্যে৷ দুই যুবকের চিকিৎসা চলছে সরকারি দুই পৃথক চিকিৎসালয়ে৷

বিধাননগর কমিশনারেটের এক শীর্ষ পর্যায়ের পুলিশ কর্তা জানিয়েছেন, কিভাবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷ সেটি জানতে মৃতদের ময়নাতদন্তের রির্পোট জরুরী৷ আহতরা সুস্থ হলে তাদেরও জিঞ্জাসাবাদ করা হবে৷