০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ সেনার হামলায় ৭০ ‘সন্ত্রাসী’ নিহত  

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 9

পুবের কলম,ওয়েডেস্ক:ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগরদে অনুপ্রবেশকারী ‘সন্ত্রাসীদের’ মধ্যে অন্তত ৭০ জনকে হত্যার দাবি করেছে রাশিয়ার সেনা। বাকিদের সীমান্তের ওপারে ইউক্রেনীয় অঞ্চলে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রক জানায়, সীমান্ত এলাকায় রুশ গোলন্দাজ এবং বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রুশ সেনা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান পরিচালনার সময় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সদস্যদের ঠেকিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৭০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং ৯টি সামরিক যান ধ্বংস হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন থেকে কোনও ধরনের অনুপ্রবেশের ব্যাপারে রাশিয়াকে সতর্ক থাকতে হবে। বলেন, ‘আমাদের আরও প্রচেষ্টা দরকার যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে।’

রুশ কর্মকর্তারা বলছেন, ‘নাশকতা’ চালানোর জন্য সশস্ত্র একটি ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পার হয়ে সোমবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায়। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার দুটো আধাসামরিক বাহিনীর রুশ নাগরিকরাই এই আক্রমণ চালিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ সেনার হামলায় ৭০ ‘সন্ত্রাসী’ নিহত  

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েডেস্ক:ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগরদে অনুপ্রবেশকারী ‘সন্ত্রাসীদের’ মধ্যে অন্তত ৭০ জনকে হত্যার দাবি করেছে রাশিয়ার সেনা। বাকিদের সীমান্তের ওপারে ইউক্রেনীয় অঞ্চলে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রক জানায়, সীমান্ত এলাকায় রুশ গোলন্দাজ এবং বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রুশ সেনা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান পরিচালনার সময় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সদস্যদের ঠেকিয়ে দেওয়া হয়েছে। সবমিলিয়ে ৭০ জনেরও বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং ৯টি সামরিক যান ধ্বংস হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন থেকে কোনও ধরনের অনুপ্রবেশের ব্যাপারে রাশিয়াকে সতর্ক থাকতে হবে। বলেন, ‘আমাদের আরও প্রচেষ্টা দরকার যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে।’

রুশ কর্মকর্তারা বলছেন, ‘নাশকতা’ চালানোর জন্য সশস্ত্র একটি ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পার হয়ে সোমবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায়। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার দুটো আধাসামরিক বাহিনীর রুশ নাগরিকরাই এই আক্রমণ চালিয়েছে।