ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় উত্তরপ্রদেশে মৃত্যু ৮ পুণ্যার্থীর

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 127
পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে ট্রাক্টর-ট্রলির দুর্ঘটনায় মৃত্যু হল ৯ পুণ্যার্থীর। আহত হয়েছেন ৪২ জন। বাড়তে পারে মৃতের সংখ্যা। আরনিয়া বাইপাসের কাছে বুলন্দশহর-আলিগড় সীমান্তের কাছে ট্রাক্টরটি পেছন দিক থেকে এসে ট্র্যাক্টর-ট্রলিটিকে ধাক্কা দেয়। এরফলেই ঘটে বিপর্যয়।
ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০০০০ টাকা দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ট্রাক্টর-ট্রলিতে ৬১ জন যাত্রী ছিলেন। তারা তীর্থযাত্রার জন্য রাজস্থানের জহরপীরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। জহরপীর রাজস্থানে সর্পদেবতা ও রক্ষাকর্তা হিসেবে পূজিত হন।
তাঁর অনুসারীরা মনে করে তিনি সাপ ও অন্যান্য বিপদ থেকে তাদেরকে রক্ষা করবেন। ১০ জন যাত্রী সামান্য আহত হয়েছিলেন কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে আহতদের মধ্যে ১৮ জনকে সাধারণ চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহতদের ৩ জনকে ভেন্টিলেশন সাপোর্ট রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতভাবে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয়েছে।