৮০-তে পা বাইডেনের

- আপডেট : ২১ নভেম্বর ২০২২, সোমবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ বছরে পা দিয়েছেন। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে ৮০ বছর বয়স পূর্ণ করলেন। এমন এক সময় জো বাইডেন এই মাইল ফলক অর্জন করলেন যখন পরবর্তী নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে চলছে জল্পনা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জিন-পিয়ের জানিয়েছেন, স্ত্রী জিল বাইডেনের আয়োজনে ওয়াশিংটনে জন্মদিন পালন করেছেন জো বাইডেন। রবিবার বাইডেনকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ফার্স্ট লেডি জিল একটি ট্যুইট করেন। জিল বাইডেন লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি আর কারও সঙ্গে নাচতে চাই না। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।’ আরও এক ট্যুইটে একটি ছবি জুড়ে দিয়েছেন জিল বাইডেন। ছবিতে বাইডেনকে পরিবারের সঙ্গে জন্মদিন পালন করতে দেখা যায়। তিনি ফুঁ দিয়ে কেকের মধ্যে থাকা মোমবাতি নেভাচ্ছিলেন। সেখানে জিল বাইডেনসহ পরিবারের সদস্যদের দেখা গিয়েছে।