১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নাম পেল শরদ পাওয়ারের দল

পুবের কলম ওয়েব ডেস্ক: নতুন নাম পেল শরদ পাওয়ারের দল। নিজে হাতে গড়া এনসিপি প্রায় ছিনিয়ে নিয়েছে দল ভাঙানো আপন ভাইপো অজিত পাওয়ার। এবার শরদ পাওয়ারের দলকে নতুন নাম দিল নির্বাচন কমিশন। তাঁর দলের নতুন নাম হবে ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি– শরদচন্দ্র পাওয়ার’। শরদদের দেওয়া ৩ টি নামের মধ্যে এটিকেই অনুমোদন দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রে পদ্মের আঘাতে ভেঙেছিল দুই দল। শিবসেনা ও এনসিপি। দুই দলের নেতাদেরই এক পরিণতি।উদ্ধব ঠাকরের বাবা শিবসেনার প্রতিষ্ঠাতা, কিন্তু দল ভাঙিয়ে যাওয়া একনাথ শিন্ডে পেয়েছে দলের রাশ। আবার শরদ পাওয়ারের নিজে হাতে গড়া এনসিপির নাম দখল করে নিয়েছে ভাইপো অজিত পাওয়ার।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

আরও পড়ুন: বাংলাদেশে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, শুকেই আত্মপ্রকাশ
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন নাম পেল শরদ পাওয়ারের দল

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: নতুন নাম পেল শরদ পাওয়ারের দল। নিজে হাতে গড়া এনসিপি প্রায় ছিনিয়ে নিয়েছে দল ভাঙানো আপন ভাইপো অজিত পাওয়ার। এবার শরদ পাওয়ারের দলকে নতুন নাম দিল নির্বাচন কমিশন। তাঁর দলের নতুন নাম হবে ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি– শরদচন্দ্র পাওয়ার’। শরদদের দেওয়া ৩ টি নামের মধ্যে এটিকেই অনুমোদন দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রে পদ্মের আঘাতে ভেঙেছিল দুই দল। শিবসেনা ও এনসিপি। দুই দলের নেতাদেরই এক পরিণতি।উদ্ধব ঠাকরের বাবা শিবসেনার প্রতিষ্ঠাতা, কিন্তু দল ভাঙিয়ে যাওয়া একনাথ শিন্ডে পেয়েছে দলের রাশ। আবার শরদ পাওয়ারের নিজে হাতে গড়া এনসিপির নাম দখল করে নিয়েছে ভাইপো অজিত পাওয়ার।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

আরও পড়ুন: বাংলাদেশে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’, শুকেই আত্মপ্রকাশ