সাংসদ–বিধায়কদের গায়ে চিপ লাগিয়ে নজরদারির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১ মার্চ ২০২৪, শুক্রবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: মানুষের বিশ্বাস অর্জন করে, ঝুলিতে তাদের দেওয়া ভোট নিয়ে বিধানসভা, সাংসদে পৌঁছান বিধায়ক সাংসদরা। কিন্তু তারপর ভোলচাল পাল্টে যায় অনেকেরই। দূর্নীতিতে জড়িয়ে পড়েন অনেকেই। কিন্তু সাংসদ, বিধায়কদের গায়ে চিপ লাগিয়ে তাদের উপর ডিজিটাল নজরদারি করলে কেমন হয়? এমনই ভাবনা থেকে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুরিন্দর নাথ কুণ্ডু নামে এক ব্যক্তি। শুক্রবার ওই মামলাটি ওঠে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে। বেঞ্চ মন্তব্য করে, সাংসদ–বিধায়কদের উপর নজর রাখার জন্যে তাদের হাতে–পায়ে চিপ লাগানো সম্ভব নয়। দোষী সাব্যস্ত হয়েছে, এমন অপরাধীর ক্ষেত্রে এটা করা যায়। তাছাড়া গোপনীয়তার অধিকার বলেও কিছু আছে সংবিধানে। তাই এভাবে চিপ বসানো সম্ভব নয়। এরপর মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।