০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যারা চাপ সামাল দিতে পারবে তারাই জিতবে : আফ্রিদি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক:  সংযুক্ত আরব  আমিরশাহিতে আগামি ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচে ২৪ অক্টোবর ভারত খেলতে নামছে পাকিস্তানের  বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। 
আসন্ন বিশ্বাকাপে উভয় দলেরই সেটা প্রথম ম্যাচ। এদিকে এই মেগা ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে এক দর্শকের প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন– ‘দেখুন ভারত বনাম পাকিস্তান  সবসময়ই একটা কঠিন ম্যাচ। যে দল চাপ সামাল দিতে পারবে– তাদের সুযোগ থাকবে ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই সেই জিতবে ওই মেগা ম্যাচ।’ প্রসঙ্গত– এূনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান একবারও হারাতে পারেনি ভারতকে। ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা  আফ্রিদি নিজ দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে মানসিক  কাঠিন্য বাড়ানোর দিকে নজর দিতে বলেন।  
এদিকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে একাধিক পরিবর্তন করা হয়েছে। দলে ফিরিয়ে আনা হয়েছে শোয়েব মালিক– সরফরাজ আহমেদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফ্রিদি বলেন– ‘টি -২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে  দলের হয়ে ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করতে পারে।’





Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যারা চাপ সামাল দিতে পারবে তারাই জিতবে : আফ্রিদি

আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  সংযুক্ত আরব  আমিরশাহিতে আগামি ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচে ২৪ অক্টোবর ভারত খেলতে নামছে পাকিস্তানের  বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। 
আসন্ন বিশ্বাকাপে উভয় দলেরই সেটা প্রথম ম্যাচ। এদিকে এই মেগা ম্যাচ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে এক দর্শকের প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন– ‘দেখুন ভারত বনাম পাকিস্তান  সবসময়ই একটা কঠিন ম্যাচ। যে দল চাপ সামাল দিতে পারবে– তাদের সুযোগ থাকবে ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই সেই জিতবে ওই মেগা ম্যাচ।’ প্রসঙ্গত– এূনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান একবারও হারাতে পারেনি ভারতকে। ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা  আফ্রিদি নিজ দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে মানসিক  কাঠিন্য বাড়ানোর দিকে নজর দিতে বলেন।  
এদিকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে একাধিক পরিবর্তন করা হয়েছে। দলে ফিরিয়ে আনা হয়েছে শোয়েব মালিক– সরফরাজ আহমেদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফ্রিদি বলেন– ‘টি -২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে  দলের হয়ে ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করতে পারে।’