০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দূষণ বাড়ায় যমুনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
  • / 73

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজধানী দিল্লিতে জল দূষণের কালো ছায়া। চিন্তায় ফেলে দিয়েছে পরিবেশ বিশেষজ্ঞদের। সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দিল্লির ওপর দিয়ে বয়ে চলা যমুনা নদীর জল নিয়ে রীতিমত আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে রাজধানী সংলগ্ন যমুনা নদীর জল এতটাই খারাপ যে তা ব্যবহারের অযোগ্য।  তবে রীতিমত গুরুত্ব দিয়ে যমুনার জল পরিষ্কার করা হবে বলেই আশ্বাস দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী। এদিকে দিল্লি সরকার যমুনার জলে দূষণের মাত্রা বাড়ায় কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল । এবার থেকে নদীর দুই বিশেষ অংশে মাছ ধরা নিষিদ্ধ হল। দিনকে দিন বেড়েই চলেছে দূষণ। সেজন্যই নয়া পদক্ষেপ দিল্লি সরকারের অন্যদিকে, মাছ ধরা যাদের জীবিকা বিপাকে পড়েছেন তারা। এমন অনেকে আছেন যারা ওইসব এলাকায় মাছ ধরে দিন গুজরান। তাদের জীবিকা আজ বিপন্ন।

সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে নদীতে মিশছে এমন এলাকাগুলিতেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হিন্ডন ক্যানেল, গাজিপুর ড্রেন, শাদিপুর ড্রেন সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

দিল্লি দুষণ নিয়ন্ত্রক কমিটির দাবি,গত দুই দশকে যমুনাতে জলজ প্রাণীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিকে কম জল ও অন্যদিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। তবে এখনও পুঁটি, গোল্ডেন ফিস পাওয়া যায় যমুনাতে।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূষণ বাড়ায় যমুনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার

আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজধানী দিল্লিতে জল দূষণের কালো ছায়া। চিন্তায় ফেলে দিয়েছে পরিবেশ বিশেষজ্ঞদের। সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দিল্লির ওপর দিয়ে বয়ে চলা যমুনা নদীর জল নিয়ে রীতিমত আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে রাজধানী সংলগ্ন যমুনা নদীর জল এতটাই খারাপ যে তা ব্যবহারের অযোগ্য।  তবে রীতিমত গুরুত্ব দিয়ে যমুনার জল পরিষ্কার করা হবে বলেই আশ্বাস দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী। এদিকে দিল্লি সরকার যমুনার জলে দূষণের মাত্রা বাড়ায় কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল । এবার থেকে নদীর দুই বিশেষ অংশে মাছ ধরা নিষিদ্ধ হল। দিনকে দিন বেড়েই চলেছে দূষণ। সেজন্যই নয়া পদক্ষেপ দিল্লি সরকারের অন্যদিকে, মাছ ধরা যাদের জীবিকা বিপাকে পড়েছেন তারা। এমন অনেকে আছেন যারা ওইসব এলাকায় মাছ ধরে দিন গুজরান। তাদের জীবিকা আজ বিপন্ন।

সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে নদীতে মিশছে এমন এলাকাগুলিতেই মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। হিন্ডন ক্যানেল, গাজিপুর ড্রেন, শাদিপুর ড্রেন সহ নির্দিষ্ট কয়েকটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

দিল্লি দুষণ নিয়ন্ত্রক কমিটির দাবি,গত দুই দশকে যমুনাতে জলজ প্রাণীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। একদিকে কম জল ও অন্যদিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। তবে এখনও পুঁটি, গোল্ডেন ফিস পাওয়া যায় যমুনাতে।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস