০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২৪শে,ভারত- পাকিস্তান মহারণ, দেখে নিন সাফল্যের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান দ্বৈরথ।টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্বী এই দুই দেশ।

তবে ২২ গজে বল গড়াবার আগেই এই ভারত-পাক ম্যাচের উত্তেজনা তুঙ্গে।

ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনভির আহমেদ ভারত নাকি চাপে রয়েছে, তাই ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে । স্বাভাবিক ভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

এখানেই শেষ নয় তনভিরের আরও বক্তব্য ভারত যে খাতায় কলমে সেরা দল তা নিয়ে কোনও সন্দেহ নেই কিন্ত বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়তে চাইছেন। তনভিরের দাবি বিরাট যে মারাত্বক চাপে আছেন এই ঘটনা কে থেকেই প্রমানিত।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন আইসিসি ট্রফিতে এত বছরের সাক্ষাতে ২০১৭ সালে একমাত্র জয় পাকিস্তান পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। নইলে আর পাক বাহিনীর সেরকম কোন সাম্প্রতিক জয়ের ইতিহাস নেই।

পিছিয়ে নেই বীরেন্দ্র শেহওয়াগও। বীরু বলেছেন ২০১১ সাল বা ২০১৩ সাল ভারতের ওপর চাপ সবসময় কম ছিল। কারণ পাকিস্তানের থেকে ভারতের অবস্থান সবসময় ভালো ছিল। পাকিস্তান সবসময় বড়সড় মন্তব্য করে এসেছে কিন্তু ভারত তা না করে সবসময় প্রস্তুতির দিকে নজর দিয়েছে।

উল্লেখ্য বিশ্বকাপ বা টি-২০ কোন ফর্মাটেই কিন্ত পাকিস্তান  ১৯৯৬ থেকে যতবার ভারতের মুখোমুখি হয়েছে হেরেছে পাক বাহিনী।মোট ১২- ০ এগিয়ে আছে ভারত। এখন ২৪ তারিখের ভারত- পাক ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা। তবে ২২ গজের এই মহারণের জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী ২৪শে,ভারত- পাকিস্তান মহারণ, দেখে নিন সাফল্যের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে!

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান দ্বৈরথ।টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্বী এই দুই দেশ।

তবে ২২ গজে বল গড়াবার আগেই এই ভারত-পাক ম্যাচের উত্তেজনা তুঙ্গে।

ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনভির আহমেদ ভারত নাকি চাপে রয়েছে, তাই ধোনিকে মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে । স্বাভাবিক ভাবেই এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

এখানেই শেষ নয় তনভিরের আরও বক্তব্য ভারত যে খাতায় কলমে সেরা দল তা নিয়ে কোনও সন্দেহ নেই কিন্ত বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়তে চাইছেন। তনভিরের দাবি বিরাট যে মারাত্বক চাপে আছেন এই ঘটনা কে থেকেই প্রমানিত।

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন আইসিসি ট্রফিতে এত বছরের সাক্ষাতে ২০১৭ সালে একমাত্র জয় পাকিস্তান পেয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। নইলে আর পাক বাহিনীর সেরকম কোন সাম্প্রতিক জয়ের ইতিহাস নেই।

পিছিয়ে নেই বীরেন্দ্র শেহওয়াগও। বীরু বলেছেন ২০১১ সাল বা ২০১৩ সাল ভারতের ওপর চাপ সবসময় কম ছিল। কারণ পাকিস্তানের থেকে ভারতের অবস্থান সবসময় ভালো ছিল। পাকিস্তান সবসময় বড়সড় মন্তব্য করে এসেছে কিন্তু ভারত তা না করে সবসময় প্রস্তুতির দিকে নজর দিয়েছে।

উল্লেখ্য বিশ্বকাপ বা টি-২০ কোন ফর্মাটেই কিন্ত পাকিস্তান  ১৯৯৬ থেকে যতবার ভারতের মুখোমুখি হয়েছে হেরেছে পাক বাহিনী।মোট ১২- ০ এগিয়ে আছে ভারত। এখন ২৪ তারিখের ভারত- পাক ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা। তবে ২২ গজের এই মহারণের জন্য অপেক্ষা আর মাত্র কিছুদিনের।