ভোটের তথ্য মুছতে পারবে না কমিশন: ইভিএম নিয়ে সুপ্রিম বার্তা

- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 105
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি: জাতীয় নির্বাচন কমিশনকে (ইসিআই) কড়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট বলেছে, ইভিএম যাচাইয়ের সময় কোনওপ্রকার ভোটের তথ্য মুছতে এবং পুনরায় তথ্য লোড করতে পারবে না নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসিআইকে এমনই নির্দেশ দিল আদালত।
ইভিএম-এর তথ্য যাচাইয়ের জন্য ইসিআই যে পদ্ধতি অনুসরণ করেছে তা আদালতের রায়ের পরিপন্থী। ২০২৪ সালের এপ্রিল মাসে এই সংক্রান্ত এক মামলায়, ইভিএম-এর তথ্য যাচাইয়ের জন্য সুস্পষ্ট নির্দেশিকা দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী তথ্য যাচাই করেনি কমিশন। এমনই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল এডিআর। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)নষ্ট তথ্য এবং সিম্বল লোডিং ইউনিট যাচাইয়ের অনুমতির জন্য ইসিআইকে নির্দেশনা দেওয়ার আবেদন জানায় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিন মামলার শুনানিতে এ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ।
Read More: ধস শেয়ার বাজারে: সেনসেক্স পড়ল ১০৫৪, নিফটি পড়ল ৩৩১ পয়েন্ট
এদিন মামলার শুনানিতে কমিশনের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের এপ্রিলের রায়ের নির্দেশিকাগুলিতে ইভিএম থেকে ভোটগ্রহণের তথ্য মুছে ফেলা বা পুনরায় লোড করার নির্দেশ দেওয়া হয়নি। ভোটগ্রহণের পর শুধুমাত্র ইভিএম প্রস্তুতকারক সংস্থার একজন প্রকৌশলী দ্বারা কেবল ইভিএম মেশিন যাচাই এবং পরীক্ষা করার কথা বলা হয়েছিল। এরপরই কমিশনকে ভর্ৎসনা করে সিজেআই খান্না বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল, যদি ভোটগ্রহণের পর কেউ ইভিএম নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে ইঞ্জিনিয়ার এসে তাদের উপস্থিতিতে প্রমাণ করবেন যে, ইভিএম-এ কোনও কারচুপি হয়নি। এটুকুই। কেন আপনি ডেটা মুছে ফেলবেন?” প্রধান বিচারপতির কথায়, “তথ্য মুছে ফেলবেন না, পুনরায় তথ্য লোড করা। আমরা এমন জটিলতা চাইনি। শুধুমাত্র কেউ তথ্য যাচাই করতে চাইলে, তখন তা পরীক্ষা করতে বলা হয়েছে। আপনাকে কেবল কাউকে এসে যাচাই করতে হবে, তাদের পরীক্ষা করতে হবে।” এদিন নির্বাচন কমিশনকে ইভিএম যাচাইয়ের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তার ব্যাখ্যা চেয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। কমিশনের আইনজীবী মনিন্দর সিং বলেছেন, আমরা গৃহীত পদ্ধতি ব্যাখ্যা করে হলফনামা জমা দিয়ে অবস্থান স্পষ্ট করব। তথ্য মোছা বা পুনরায় তথ্য লোড করা হবে না।”