২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৌরভের মতে,যে কারণে ভারতে পাকিস্তানের ম্যাচ আয়োজন সম্ভব নয়

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার দুবাইয়ে ক্রিকেটবিশ্বের অন্যতম হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচকে সামনে রেখে উত্তেজনায় ফুটছে উভয় দেশের ক্রিকেট সমর্থকরা। অনেকের প্রশ্ন, সীমান্তের উত্তেজনার মধ্যে আইসিসির টুর্নামেন্টে ভারত-পাক লড়াই সম্ভব হলে, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয় কেন? এ বিষয়ে এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, বর্তমান সময়ে ভারতপাক ম্যাচের আয়োজন করা মুশকিল।

এমনিতে রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেট ম্যাচ বন্ধ। এছাড়া ভারতে পাকিস্তান ম্যাচ করতে না পারার পিছনে  রয়েছে টিকিটের বিপুল চাহিদা না মেটাতে পারা। তবে ম্যাচটি যেহেতু সংযুক্ত আরব আমিরশাহিতে, তাই গোটা ছবিটা আলাদা। তাই সেখানে এই দুই দেশের মধ্যে খেলার আয়োজনে কোনও সমস্যা হয় না। এ ব্যাপারে এক  সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘সত্যি বলতে, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিকে নজর থাকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদা থাকে। তাই ভারতে এই ম্যাচের আয়োজন করা খুব মুশকিল। তবে আমিরশাহিতে এই ম্যাচের উন্মাদনা অন্য রকম। তাই সেখানে কোনও সমস্যা হয় না।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌরভের মতে,যে কারণে ভারতে পাকিস্তানের ম্যাচ আয়োজন সম্ভব নয়

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার দুবাইয়ে ক্রিকেটবিশ্বের অন্যতম হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচকে সামনে রেখে উত্তেজনায় ফুটছে উভয় দেশের ক্রিকেট সমর্থকরা। অনেকের প্রশ্ন, সীমান্তের উত্তেজনার মধ্যে আইসিসির টুর্নামেন্টে ভারত-পাক লড়াই সম্ভব হলে, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয় কেন? এ বিষয়ে এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, বর্তমান সময়ে ভারতপাক ম্যাচের আয়োজন করা মুশকিল।

এমনিতে রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেট ম্যাচ বন্ধ। এছাড়া ভারতে পাকিস্তান ম্যাচ করতে না পারার পিছনে  রয়েছে টিকিটের বিপুল চাহিদা না মেটাতে পারা। তবে ম্যাচটি যেহেতু সংযুক্ত আরব আমিরশাহিতে, তাই গোটা ছবিটা আলাদা। তাই সেখানে এই দুই দেশের মধ্যে খেলার আয়োজনে কোনও সমস্যা হয় না। এ ব্যাপারে এক  সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘সত্যি বলতে, সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এই ম্যাচের দিকে নজর থাকে। আমি বোর্ড সভাপতি হওয়ার পরেই ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ হয়েছিল। এই ম্যাচে টিকিটের বিপুল চাহিদা থাকে। তাই ভারতে এই ম্যাচের আয়োজন করা খুব মুশকিল। তবে আমিরশাহিতে এই ম্যাচের উন্মাদনা অন্য রকম। তাই সেখানে কোনও সমস্যা হয় না।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি