০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটির আগে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের রমরমা  

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার
  • / 175

এম এ হাকিম, বনগাঁ: শুক্রবার থেকে পেট্রাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে এক্সপোর্ট-ইমপোর্ট বন্ধ রয়েছে। পুনরায় চালু হওয়ার কথা ৫ এপ্রিল। একটানা বন্ধের আগে বৃহস্পতিবার দু’দেশের মধ্যে প্রচুর সংখ্যায় আমদানি-রফতানি বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে গিয়েছে ৩৯০টি পণ্যবাহী ট্রাক। আরও ৫০ থেকে ৬০টি ট্রাক এক্সপোর্ট হতে পারে বলে ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন।

একইভাবে এদিন বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আমদানির পণ্যবাহী ট্রাক এসেছে ১৯১টি। সন্ধ্যের মধ্যে ১১০টি ট্রাক খালি হওয়ায় সেগুলো বাংলাদেশে ফিরে গিয়েছে। অন্য ট্রাকগুলো খালি করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ থেকে আমদানির পণ্যবাহী ট্রাক এসেছিল ১৯২টি। বুধবার বাংলাদেশে ছুটি থাকায় এদিন আমদানির ট্রাক আসেনি। যদিও আগের দিন রাতে বাংলাদেশ থেকে আসা ১২৪টি ট্রাক বুধবার পেট্রাপোল স্থলবন্দরে খালি করা হয়েছে।

এদিকে, একটানা ছুটির ফলে বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে বলে ওয়াকিফহাল মহল মনে করছেন। ছুটিতে অবশ্য দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম স্থলবন্দর হল পেট্রাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল স্থলবন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর করিডোর কার্যত দু’দেশের স্থলবাণিজ্যের প্রধান কেন্দ্র। দু’দেশের স্থলবাণিজ্যের কমপক্ষে ৩০ শতাংশই সম্পন্ন হয় এই পথ দিয়ে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের ছুটির আগে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যের রমরমা  

আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার

এম এ হাকিম, বনগাঁ: শুক্রবার থেকে পেট্রাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে এক্সপোর্ট-ইমপোর্ট বন্ধ রয়েছে। পুনরায় চালু হওয়ার কথা ৫ এপ্রিল। একটানা বন্ধের আগে বৃহস্পতিবার দু’দেশের মধ্যে প্রচুর সংখ্যায় আমদানি-রফতানি বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে গিয়েছে ৩৯০টি পণ্যবাহী ট্রাক। আরও ৫০ থেকে ৬০টি ট্রাক এক্সপোর্ট হতে পারে বলে ‘পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানিয়েছেন।

একইভাবে এদিন বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আমদানির পণ্যবাহী ট্রাক এসেছে ১৯১টি। সন্ধ্যের মধ্যে ১১০টি ট্রাক খালি হওয়ায় সেগুলো বাংলাদেশে ফিরে গিয়েছে। অন্য ট্রাকগুলো খালি করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ থেকে আমদানির পণ্যবাহী ট্রাক এসেছিল ১৯২টি। বুধবার বাংলাদেশে ছুটি থাকায় এদিন আমদানির ট্রাক আসেনি। যদিও আগের দিন রাতে বাংলাদেশ থেকে আসা ১২৪টি ট্রাক বুধবার পেট্রাপোল স্থলবন্দরে খালি করা হয়েছে।

এদিকে, একটানা ছুটির ফলে বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে বলে ওয়াকিফহাল মহল মনে করছেন। ছুটিতে অবশ্য দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম স্থলবন্দর হল পেট্রাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল স্থলবন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর করিডোর কার্যত দু’দেশের স্থলবাণিজ্যের প্রধান কেন্দ্র। দু’দেশের স্থলবাণিজ্যের কমপক্ষে ৩০ শতাংশই সম্পন্ন হয় এই পথ দিয়ে।