২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহের সফরের মাঝেই ফের জঙ্গি হামলা কাশ্মীরে, নিহত এক, আহত তিন নিরাপত্তা রক্ষী

পুবের কলম
  • আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্ক : তিন দিনের সফরে কাশ্মীরে রয়েছেন অমিত শাহ। শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।রবিবার তাঁর উপস্থিতিতেই পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়।এই ঘটনা যে যথেষ্ট উদ্বেগজনক সন্দেহ নেই। প্রশ্ন উঠছে তাহলে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে লাভটা কী হল?

রবিবারের দু’টি ঘটনার একটিতে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যটিতে গুরুতর জখম হয়েছেন এক সেনাকর্মী এবং দু’জন পুলিশ বাহিনীর সদস্য। পুলিশ এবং সেনার ওই যৌথ দলটি জঙ্গিদের ঘাঁটি খুঁজতে পুঞ্চে তল্লাশি অভিযানে গিয়েছিল। জঙ্গিদের গুলির সামনে টিকতে না পেরে তারা ফিরে আসতে বাধ্য হয়। জঙ্গিদের গুলিতে জখম হন তিন নিরাপত্তাকর্মী।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

নিহত ব্যক্তির নাম শাহিদ আহমেদ। বিজে বেহরার বাসিন্দা শাহিদ পেশায় দুধের ব্যবসায়ী। তাঁর বাবার নাম আজাদ আহমেদ। শাহিদের মৃত্যুর খবর দিয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবার সকাল সাড়ে ১০টার সময় কিছু জঙ্গি সিআরপিএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়নের নাকা পার্টির উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। দু’পক্ষের গুলি সংঘর্ষের মাঝে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’ এই নিয়ে অক্টোবরের গোড়া থেকে জম্মু ও কাশ্মীরে মোট ১২ জন সাধারণ নাগরিক প্রাণ হারালেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে থাকাকালীন পর পর দু’টি জঙ্গি হামলা ঘটল কাশ্মীরে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খানিকটা বিব্রত নয়াদিল্লি। রবিবার জম্মুতে ছিল অমিত শাহের জনসভা । তার আগে শনিবার সন্ধ্যায় তিনি শ্রীনগরের ইউথ ক্লাবের অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

রবিবার কাশ্মীরে পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনার পরও অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে অনুষ্ঠান বাতিলের কোনও কথা ঘোষণা করা হয়নি। তবে জম্মুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে আরও কঠোর হয়েছে নিরাপত্তা। কাশ্মীরে আত্মগোপনকারী পাক মদতে পুষ্ট জঙ্গিদের মোকাবিলায় গত ১৪ দিন ধরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।চলছে ধরপাকড়। বহু সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে শোনা গিয়েছে।

অমিত শাহ কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে বলেছেন সেখানে প্রথম আসন পুনর্বিন্যাস হবে ।আসন পুনর্বিন্যাস হওয়ার পর হবে ভোট। তার আগে কিচ্ছুটি হবে না ! বহু দিন ধরেই আরএসএস কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করে আসছে। অনেকের আশংকা কাশ্মীরে এমনভাবে আসন পুনর্বিন্যাস করা হবে যাতে সেখানে আরএসএসের উদ্দেশ্যকে বাস্তবায়ন করা সম্ভব হয় । অৰ্থাৎ রাজ্য হিসাবে কাশ্মীর থাকবে। কিন্তু কাশ্মীরের জনগনের প্রতিনিধি যেন হন বিজেপির পছন্দসই লোকজন।

পর্যবেক্ষকরা বলেছেন, শাহের এই বক্তব্যের ফলে কাশ্মীর কখন এ রাজ্যের মর্যাদা ফিরে পাবে, তা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেল। কারণ আসন পুনর্বিন্যাসের যে ফর্মুলা বিজেপি শাসিত কেন্দ্র পেশ করেছে, তার বিরুদ্ধে কাশ্মীরের বেশিরভাগ রাজনৈতিক দলই আপত্তি জানিয়েছে। অন্য রাজ্যে আসন পুনর্বিন্যাস না করেও যদি ভোট হতে পারে, তবে কাশ্মীরে কেন নির্বাচনের জন্য আবাসন পুনর্বিণ্যাস নিয়ে জেদ করা হচ্ছে।

রবিবার জম্মুর ভগবতী নগর এলাকায় একটি জনসভায় ভাষণ দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ জম্মুর লোকদের এতদিন সাইড লাইনে বসিয়ে রাখা হত।সেদিনের অবসান হয়েছে। কিছু লোক এখানে অশান্তি বাধানোর চেষ্টা করে আসছে। তারা এখানকার উন্নয়নে বাধা দেয়। তবে আমি আপনাদের কথা দিচ্ছি তারা আর এই কাজে কেউ সফল হবে না’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহের সফরের মাঝেই ফের জঙ্গি হামলা কাশ্মীরে, নিহত এক, আহত তিন নিরাপত্তা রক্ষী

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : তিন দিনের সফরে কাশ্মীরে রয়েছেন অমিত শাহ। শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসকে গোড়া থেকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।রবিবার তাঁর উপস্থিতিতেই পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়।এই ঘটনা যে যথেষ্ট উদ্বেগজনক সন্দেহ নেই। প্রশ্ন উঠছে তাহলে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে লাভটা কী হল?

রবিবারের দু’টি ঘটনার একটিতে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। অন্যটিতে গুরুতর জখম হয়েছেন এক সেনাকর্মী এবং দু’জন পুলিশ বাহিনীর সদস্য। পুলিশ এবং সেনার ওই যৌথ দলটি জঙ্গিদের ঘাঁটি খুঁজতে পুঞ্চে তল্লাশি অভিযানে গিয়েছিল। জঙ্গিদের গুলির সামনে টিকতে না পেরে তারা ফিরে আসতে বাধ্য হয়। জঙ্গিদের গুলিতে জখম হন তিন নিরাপত্তাকর্মী।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

নিহত ব্যক্তির নাম শাহিদ আহমেদ। বিজে বেহরার বাসিন্দা শাহিদ পেশায় দুধের ব্যবসায়ী। তাঁর বাবার নাম আজাদ আহমেদ। শাহিদের মৃত্যুর খবর দিয়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, ‘রবিবার সকাল সাড়ে ১০টার সময় কিছু জঙ্গি সিআরপিএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়নের নাকা পার্টির উপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। দু’পক্ষের গুলি সংঘর্ষের মাঝে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’ এই নিয়ে অক্টোবরের গোড়া থেকে জম্মু ও কাশ্মীরে মোট ১২ জন সাধারণ নাগরিক প্রাণ হারালেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরে থাকাকালীন পর পর দু’টি জঙ্গি হামলা ঘটল কাশ্মীরে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খানিকটা বিব্রত নয়াদিল্লি। রবিবার জম্মুতে ছিল অমিত শাহের জনসভা । তার আগে শনিবার সন্ধ্যায় তিনি শ্রীনগরের ইউথ ক্লাবের অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

রবিবার কাশ্মীরে পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনার পরও অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে অনুষ্ঠান বাতিলের কোনও কথা ঘোষণা করা হয়নি। তবে জম্মুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগে আরও কঠোর হয়েছে নিরাপত্তা। কাশ্মীরে আত্মগোপনকারী পাক মদতে পুষ্ট জঙ্গিদের মোকাবিলায় গত ১৪ দিন ধরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।চলছে ধরপাকড়। বহু সাধারণ মানুষ গ্রেফতার হয়েছে শোনা গিয়েছে।

অমিত শাহ কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে বলেছেন সেখানে প্রথম আসন পুনর্বিন্যাস হবে ।আসন পুনর্বিন্যাস হওয়ার পর হবে ভোট। তার আগে কিচ্ছুটি হবে না ! বহু দিন ধরেই আরএসএস কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করে আসছে। অনেকের আশংকা কাশ্মীরে এমনভাবে আসন পুনর্বিন্যাস করা হবে যাতে সেখানে আরএসএসের উদ্দেশ্যকে বাস্তবায়ন করা সম্ভব হয় । অৰ্থাৎ রাজ্য হিসাবে কাশ্মীর থাকবে। কিন্তু কাশ্মীরের জনগনের প্রতিনিধি যেন হন বিজেপির পছন্দসই লোকজন।

পর্যবেক্ষকরা বলেছেন, শাহের এই বক্তব্যের ফলে কাশ্মীর কখন এ রাজ্যের মর্যাদা ফিরে পাবে, তা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেল। কারণ আসন পুনর্বিন্যাসের যে ফর্মুলা বিজেপি শাসিত কেন্দ্র পেশ করেছে, তার বিরুদ্ধে কাশ্মীরের বেশিরভাগ রাজনৈতিক দলই আপত্তি জানিয়েছে। অন্য রাজ্যে আসন পুনর্বিন্যাস না করেও যদি ভোট হতে পারে, তবে কাশ্মীরে কেন নির্বাচনের জন্য আবাসন পুনর্বিণ্যাস নিয়ে জেদ করা হচ্ছে।

রবিবার জম্মুর ভগবতী নগর এলাকায় একটি জনসভায় ভাষণ দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ জম্মুর লোকদের এতদিন সাইড লাইনে বসিয়ে রাখা হত।সেদিনের অবসান হয়েছে। কিছু লোক এখানে অশান্তি বাধানোর চেষ্টা করে আসছে। তারা এখানকার উন্নয়নে বাধা দেয়। তবে আমি আপনাদের কথা দিচ্ছি তারা আর এই কাজে কেউ সফল হবে না’