ইসরাইল বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার বিমান

- আপডেট : ৪ মে ২০২৫, রবিবার
- / 374
নয়া দিল্লি, ৪ মে: ইসরাইলের বিমানবন্দরে মিসাইল হামলা। অল্পের জন্য রক্ষা পেল নয়াদিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। হামলার খবর পেয়ে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। এদিন ইসরাইলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় আনসারুল্লাহ যোদ্ধারা। তার ঠিক এক ঘণ্টার মধ্যেই তেল আবিব বিমানবন্দরে অবতরণের কথা ছিল ওই এয়ার ইন্ডিয়ার বিমানের। কিন্তু হামলার কথা শুনতেই বিমানের মুখ আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। জর্ডনের আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। আর এই ঘটনার পর আগামী ৬ তারিখ পর্যন্ত দিল্লি থেকে তেল আবিবের সমস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার দিল্লি থেকে ইসরাইলের দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তার ঘণ্টা খানেক আগেই হামলা চালাই আনসারুল্লাহ যোদ্ধারা।