০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ৫ মে ২০২৫, সোমবার
  • / 321

পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির পর এই প্রথমবার সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূলিয়ানে ক্ষতিগ্রস্ত এবং জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে সাক্ষাত করে কথা বলতন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন নিহতদের পরিবারের লোকজন। বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ। মুর্শিদাবাদে রওনা দেওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামে দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধূলিয়ান থেকে দুই পরিবারকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলে আসুন। যার যা মর্জি। আমরা আর্থিক সাহায্য দিতে চেয়েছিলাম। কিন্তু ওঁরা নেননি। অথচ বিজেপি নেতারা দিয়েছেন। যদি কেউ না নেন, না আসেন – আমাদের কিছু করার নেই। যিনি দেখা করতে আসবেন, তাঁদের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন: মুর্শিদাবাদে গিয়ে সরকারি দফতর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন সরকারি কর্মচারীদের সঙ্গে

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এদিন তিনি আরও বলেন, “মুর্শিদাবাদে আগেই যেতে পারতাম। শান্তিস্থাপন না হওয়া পর্যন্ত গিয়ে বিরক্ত করতে চাইনি। পরিস্থিতি অনেকদিন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তবে মাঝে জগন্নাথ মন্দির উদ্বোধন ছিল। অনেকদিন আগে ঘোষণা করেছিলাম। সেসব কাজ সেরে আজ যাচ্ছি।”

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

মঙ্গলবার সামশেরগঞ্জের ধুলিয়ানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। ক্ষতিপূরণ নিয়ে প্রশাসনিক স্তরে পর্যালোচনা করা হচ্ছে। তারপর সুতির ছাবঘাটি ময়দানে জনসভ রয়েছে। সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির পর এই প্রথমবার সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধূলিয়ানে ক্ষতিগ্রস্ত এবং জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে সাক্ষাত করে কথা বলতন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন নিহতদের পরিবারের লোকজন। বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ। মুর্শিদাবাদে রওনা দেওয়ার আগে ডুমুরজলা স্টেডিয়ামে দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধূলিয়ান থেকে দুই পরিবারকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলে আসুন। যার যা মর্জি। আমরা আর্থিক সাহায্য দিতে চেয়েছিলাম। কিন্তু ওঁরা নেননি। অথচ বিজেপি নেতারা দিয়েছেন। যদি কেউ না নেন, না আসেন – আমাদের কিছু করার নেই। যিনি দেখা করতে আসবেন, তাঁদের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন: মুর্শিদাবাদে গিয়ে সরকারি দফতর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন সরকারি কর্মচারীদের সঙ্গে

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এদিন তিনি আরও বলেন, “মুর্শিদাবাদে আগেই যেতে পারতাম। শান্তিস্থাপন না হওয়া পর্যন্ত গিয়ে বিরক্ত করতে চাইনি। পরিস্থিতি অনেকদিন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তবে মাঝে জগন্নাথ মন্দির উদ্বোধন ছিল। অনেকদিন আগে ঘোষণা করেছিলাম। সেসব কাজ সেরে আজ যাচ্ছি।”

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

মঙ্গলবার সামশেরগঞ্জের ধুলিয়ানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। ক্ষতিপূরণ নিয়ে প্রশাসনিক স্তরে পর্যালোচনা করা হচ্ছে। তারপর সুতির ছাবঘাটি ময়দানে জনসভ রয়েছে। সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা