পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আগামী ১৯ জুন হবে ভোট। বাংলা ছাড়াও আরও তিন রাজ্যেও উপনির্বাচন রয়েছে। যার দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার একটি কেন্দ্রে উপনির্বাচনের জন্য আপাতত ১৮-২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু হয়। সেই কেন্দ্রেই উপনির্বাচন রয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহের মধ্যে রাজ্যে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী।
২০২১-এর বিধানসভা ভোটে নাসিরুদ্দিন আহমেদ ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে তিনি তাঁর নিকটবর্তী বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছিলেন। তাঁর প্রয়াণের পর এবার সেই আসনে কে দাঁড়াবে সেই নিয়ে চলছে জল্পনা। ১৯ জুন বাংলার পাশাপাশি গুজরাতের দুই কেন্দ্র, কেরলের একটি ও পাঞ্জাবের একটি কেন্দ্রেও ভোট রয়েছে।
































