৩ জুন সেনাবাহিনীকে সম্মান জানাবে বিসিসিআই

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 147
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আইপিএলের ফাইনালের দিন, ৩ জুন আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় সেনাকে সম্মান জানানোর কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে উপস্থিত থাকবেন ভারতের তিন বাহিনীর প্রধানরা। ফাইনাল ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীকে সম্মান জানানো হবে।
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে কুর্ণিশ জানায়। তাই আমরা ঠিক করেছি, ৩ জুন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে সম্মান জানানো হবে।’ বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভি স্টাফ এবং চিফ অফ এয়ার স্টাফকে ওই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে সমাপ্তি অনুষ্ঠানে আর কী পরিকল্পনা থাকছে? বোর্ড সচিব আরও বলেন, ‘সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতীয় সেনার তিন সিনিয়র কর্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি ফাইনালের জন্য স্টেডিয়ামের বেশ কিছু স্ট্যান্ড শুধুমাত্র সেনাকর্মীদের জন্য সংরক্ষিত রাখা হবে। সমাপ্তি অনুষ্ঠানে দেশাত্মবোধক গানও হবে। অনুষ্ঠানটি শুধুমাত্র সেনার জন্যই হবে।’
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের জেরে এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয় আইপিএল। যা পরে ফের শুরু হয়েছে। মঙ্গলবারই শেষ হয়েছে লিগের খেলা। বৃহস্পতিবার থেকে শুরু হবে প্লে অফ। এর আগেও দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়েছে বিসিসিআই। ২০১৯ সালে পুলওয়ামায় ৪৪ জওয়ান শহিদ হওয়ার পর চেন্নাইয়ের স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে শহিদদের সম্মান জানাতে মিলিটারি ব্যান্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।