সুপ্রিম কোর্টে নতুন ৩ বিচারপতি, শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি

- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 188
পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে নতুন তিন বিচারপতি। শুক্রবার দেশের শীর্ষ আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি এন ভি আঞ্জারিয়া, বিজয় বিষ্ণোই এবং এ এস চান্দুরকর। এদিন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।
শুক্রবার আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বিচারপতিদের শপথবাক্য পাঠ করান সিজেআই। জানা গিয়েছে, নতুন তিন বিচারপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪। মনে করা হচ্ছে, ৩৪ জন বিচারপতি থাকার ফলে আদালত পূর্ণ কর্মশক্তি ফিরে পাবে।
উল্লেখ্য, সম্প্রতি তিন হাইকের্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার সুপারিশ করে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম। সেই মতো কেন্দ্রের কাছে পাঠানো হয় নামের তালিকা।
বুধবারই কলেজিয়ামের এই সুপারিশে শিলমোহর দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার একদিন পরেই বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে সুপ্রিম কোর্টে ৩ বিচারপতি নিয়োগের কথা ঘোষণা করেন। শুক্রবার নতুন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি বি আর গাভাই।