২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 188

পুবের কলম ওয়েবডস্ক: কেরলে বর্ষা ঢুকে গেছে সময়ের একটু আগেই। বাংলায়ও বর্ষা ঢুকবে ঢুকবে করছে। তবে নিম্নচাপের প্রভাবে মেঘের মুখ ভার। কখনও গোমরা মুখ তো কখনও রোদ ঝলমলে হাসি। রৌদ্র ও মেঘের লুকোচুরি খেলায় কার না মন মজে। আকাশও ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। কখন রোদ ঝলমলে তো কখনও ঘন কালো।  সেই লুকোচুরি খেলা দেখে দিশেহারা মন । গেয়ে ওঠে এমন দিনে তারে বলা যায়….

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে.......
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব (ছবি: সন্দীপ সাহা)

মনের ভিতর যখন উথালি-পাথালি তখন নীল ঘন অঞ্চল আরও চঞ্চল করে তোলে।

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে.......
দু’কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার! (ছবি: সন্দীপ সাহা)

 

আরও পড়ুন: রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডস্ক: কেরলে বর্ষা ঢুকে গেছে সময়ের একটু আগেই। বাংলায়ও বর্ষা ঢুকবে ঢুকবে করছে। তবে নিম্নচাপের প্রভাবে মেঘের মুখ ভার। কখনও গোমরা মুখ তো কখনও রোদ ঝলমলে হাসি। রৌদ্র ও মেঘের লুকোচুরি খেলায় কার না মন মজে। আকাশও ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। কখন রোদ ঝলমলে তো কখনও ঘন কালো।  সেই লুকোচুরি খেলা দেখে দিশেহারা মন । গেয়ে ওঠে এমন দিনে তারে বলা যায়….

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে.......
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব (ছবি: সন্দীপ সাহা)

মনের ভিতর যখন উথালি-পাথালি তখন নীল ঘন অঞ্চল আরও চঞ্চল করে তোলে।

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে.......
দু’কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার! (ছবি: সন্দীপ সাহা)

 

আরও পড়ুন: রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস