২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন সিঁদুর’ সাফল্যের পর ব্রহ্মস নিয়ে ভারতের ৫টি পরিকল্পনা

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 150

পুবের কলম ওয়েবডেস্ক: গত মাসের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পহেলগাঁওতে হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। একজন স্থানীয় বাসিন্দা-সহ ২১ জন পর্যটককে গুলি করে খুন করা হয়। এরপর ভারতের তরফে অপারেশন সিঁদুর চালানো হয়। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার ত্রাসের কথা স্বীকার করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সম্প্রতি আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরিফ। বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গ তোলার পাশাপাশি ব্রক্ষস ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলেন। শাহবাজ শরিফকে বলতে শোনা যায়,” ৯ ও ১০ মে-র মাঝের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতের আগ্রাসনের জবাব দেব। আমাদের সশস্ত্র সেনা ভোর সাড়ে চারটেয় ফজর প্রার্থনার শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায়। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দরও।”

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই আলোচনায় উঠে এসেছে ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের প্রসঙ্গ। শব্দের তিনগুণ গতিতে উড়ে এবং ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ব্রহ্মস। ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করে ব্রহ্মস। তবে বর্তমানে ভারত একচেটিয়াভাবেই ব্রহ্মস তৈরি করে থাকে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

অপারেশন সিঁদুরের সময় অগ্রণী ভূমিকা নিয়েছিল এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি। ৭ মে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে যে ড্রোন হামলা চালায় তা সফলভাবে রুখে দিয়েছিল এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে ঢুকে সামরিক ঘাঁটিতে হামলা চালাতেও ব্রহ্মস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের চিনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেয় ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

তবে অপারেশন সিঁদুরের সময়ই প্রথম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়নি। এর আগেও ২০২২ সালে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ভারত বর্তমানে বিশ্বজুড়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের উপর জোর দিচ্ছে। ভারতের হাতে বর্তমানে বিমান, ভূমি এবং সাবমেরিন ব্রহ্মস রয়েছে। ২০০১ সালে ওড়িশার উপকূল থেকে প্রথম এর সফল পরীক্ষা করা হয়েছিল।

ইতিমধ্যে Su-30MKI বিমান থেকে ব্রহ্মস-A ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের অসাধারণ সাফল্যের পর, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারতীয় বায়ুসেনা তাদের ক্ষমতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ৮০০ কিলোমিটার আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি বর্ধিত-পাল্লার সংস্করণের উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে।

সাবমেরিন থেকে যাতে উৎক্ষেপণ করা যায় তার জন্য ভারতের P75I প্রোগ্রামে সাবমেরিন তৈরি করা হবে। রাফাল এবং অন্যান্য যুদ্ধবিমানের জন্য একটি ক্ষুদ্রাকৃতি হালকা ব্রহ্মস তৈরির কাজও চলছে। একটি হাইপারসনিক ব্রহ্মস তৈরির কাজ চলছে, যার গতি এবং টিকে থাকার ক্ষমতা আরও বেশি হবে। ভারত ফিলিপাইনে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে। ভিয়েতনাম সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিও ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন সিঁদুর’ সাফল্যের পর ব্রহ্মস নিয়ে ভারতের ৫টি পরিকল্পনা

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: গত মাসের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে পহেলগাঁওতে হামলা চালায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। একজন স্থানীয় বাসিন্দা-সহ ২১ জন পর্যটককে গুলি করে খুন করা হয়। এরপর ভারতের তরফে অপারেশন সিঁদুর চালানো হয়। পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনার ত্রাসের কথা স্বীকার করে নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সম্প্রতি আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরিফ। বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গ তোলার পাশাপাশি ব্রক্ষস ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলেন। শাহবাজ শরিফকে বলতে শোনা যায়,” ৯ ও ১০ মে-র মাঝের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতের আগ্রাসনের জবাব দেব। আমাদের সশস্ত্র সেনা ভোর সাড়ে চারটেয় ফজর প্রার্থনার শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায়। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দরও।”

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেই আলোচনায় উঠে এসেছে ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের প্রসঙ্গ। শব্দের তিনগুণ গতিতে উড়ে এবং ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ব্রহ্মস। ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করে ব্রহ্মস। তবে বর্তমানে ভারত একচেটিয়াভাবেই ব্রহ্মস তৈরি করে থাকে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

অপারেশন সিঁদুরের সময় অগ্রণী ভূমিকা নিয়েছিল এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি। ৭ মে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে যে ড্রোন হামলা চালায় তা সফলভাবে রুখে দিয়েছিল এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ভূখণ্ডের ভিতরে ঢুকে সামরিক ঘাঁটিতে হামলা চালাতেও ব্রহ্মস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের চিনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেয় ভারতের তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

তবে অপারেশন সিঁদুরের সময়ই প্রথম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ব্যবহার হয়নি। এর আগেও ২০২২ সালে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ভারত বর্তমানে বিশ্বজুড়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের উপর জোর দিচ্ছে। ভারতের হাতে বর্তমানে বিমান, ভূমি এবং সাবমেরিন ব্রহ্মস রয়েছে। ২০০১ সালে ওড়িশার উপকূল থেকে প্রথম এর সফল পরীক্ষা করা হয়েছিল।

ইতিমধ্যে Su-30MKI বিমান থেকে ব্রহ্মস-A ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের অসাধারণ সাফল্যের পর, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারতীয় বায়ুসেনা তাদের ক্ষমতা আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ৮০০ কিলোমিটার আঘাত হানতে সক্ষম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি বর্ধিত-পাল্লার সংস্করণের উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে।

সাবমেরিন থেকে যাতে উৎক্ষেপণ করা যায় তার জন্য ভারতের P75I প্রোগ্রামে সাবমেরিন তৈরি করা হবে। রাফাল এবং অন্যান্য যুদ্ধবিমানের জন্য একটি ক্ষুদ্রাকৃতি হালকা ব্রহ্মস তৈরির কাজও চলছে। একটি হাইপারসনিক ব্রহ্মস তৈরির কাজ চলছে, যার গতি এবং টিকে থাকার ক্ষমতা আরও বেশি হবে। ভারত ফিলিপাইনে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে। ভিয়েতনাম সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিও ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর প্রতি আগ্রহ প্রকাশ করেছে বলে খবর।