২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 108

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি আইপিএলের প্লে অফে উঠতে না পারলেও দলের অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল ছিলেন দুরন্ত ছ¨ে। ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফরের টিমে রয়েছেন রাহুল। বিরাট-রোহিতের অনুপস্থিতিতে তিনি দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। বেন স্টোকসদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে তড়িঘড়ি ইংল্যন্ডে যেতে চান বলে রাহুল আবেদন করেন বিসিসিআইয়ের কাছে। এবং বোর্ড তাঁকে সেই অনুমতি দেওয়ার পরে আগামী সোমবারই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন রাহুল। তিনি  ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন।

বোর্ডের এক কর্তা সাংবাদিকদের বলেছেন, ‘রাহুল সোমবার ইংল্যান্ডে উড়ে যাবে। এবং সেখানে ভারতীয় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলবে। রাহুল ইংল্যান্ড সফরের মূল টিমে রয়েছে। তাই ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলে নিজেকে প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাচ্ছে রাহুল।’

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

এ দিকে টেস্টের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাহুল বলেন, ‘অতীত ও বর্তমান, সব সময়কারের ক্রিকেটাররা টেস্টের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। দেশের জন্য লাল বলের ক্রিকেটেও অনেক রান করতে চাই।’

আরও পড়ুন: বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি আইপিএলের প্লে অফে উঠতে না পারলেও দলের অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল ছিলেন দুরন্ত ছ¨ে। ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফরের টিমে রয়েছেন রাহুল। বিরাট-রোহিতের অনুপস্থিতিতে তিনি দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। বেন স্টোকসদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে তড়িঘড়ি ইংল্যন্ডে যেতে চান বলে রাহুল আবেদন করেন বিসিসিআইয়ের কাছে। এবং বোর্ড তাঁকে সেই অনুমতি দেওয়ার পরে আগামী সোমবারই ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন রাহুল। তিনি  ভারতীয় ‘এ’ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন।

বোর্ডের এক কর্তা সাংবাদিকদের বলেছেন, ‘রাহুল সোমবার ইংল্যান্ডে উড়ে যাবে। এবং সেখানে ভারতীয় ‘এ’ দলের হয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে খেলবে। রাহুল ইংল্যান্ড সফরের মূল টিমে রয়েছে। তাই ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলে নিজেকে প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাচ্ছে রাহুল।’

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

এ দিকে টেস্টের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রাহুল বলেন, ‘অতীত ও বর্তমান, সব সময়কারের ক্রিকেটাররা টেস্টের প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। দেশের জন্য লাল বলের ক্রিকেটেও অনেক রান করতে চাই।’

আরও পড়ুন: বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই