২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের হার জানতে বড় সিদ্ধান্ত ঘোষনা নির্বাচন কমিশনের  

আবুল খায়ের
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 154

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নির্বাচনে কারচুপির ঘটনা নতুন নয়। আর ভুয়ো ভোটার নিয়ে শোরগোল লেগেই থাকে। আর এবার এই ব্যাপারেই নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। এবার নয়া তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে নির্বচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রতি দু’ঘণ্টা অন্তর  প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ইসিআইএনইটি-তে গিয়ে প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটদানের হার চেক করতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু পোলিং এজেন্টদেরও ১৭সি ফর্ম দেওয়া হবে।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা, শুনানি ১০ জুলাই

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পরই ভোটদানের হার নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। যা নিয়ে এখনও রাজনৈতিক তরজা চলছে। এরই মাঝে সামনেই বাংলা, বিহার-সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কর্মসূচিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের, ভোটাধিকার হরণের অভিযোগ

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘ডু অর ডাই’-এর ডাক সাংসদ পাপ্পু যাদবের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের হার জানতে বড় সিদ্ধান্ত ঘোষনা নির্বাচন কমিশনের  

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নির্বাচনে কারচুপির ঘটনা নতুন নয়। আর ভুয়ো ভোটার নিয়ে শোরগোল লেগেই থাকে। আর এবার এই ব্যাপারেই নড়েচড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। এবার নয়া তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে নির্বচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রতি দু’ঘণ্টা অন্তর  প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপ ইসিআইএনইটি-তে গিয়ে প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটদানের হার চেক করতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু পোলিং এজেন্টদেরও ১৭সি ফর্ম দেওয়া হবে।

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা, শুনানি ১০ জুলাই

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন এবং মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পরই ভোটদানের হার নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। যা নিয়ে এখনও রাজনৈতিক তরজা চলছে। এরই মাঝে সামনেই বাংলা, বিহার-সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কর্মসূচিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের, ভোটাধিকার হরণের অভিযোগ

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘ডু অর ডাই’-এর ডাক সাংসদ পাপ্পু যাদবের