০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

সুস্মিতা
  • আপডেট : ৭ জুন ২০২৫, শনিবার
  • / 277

পুবের কলম ওয়েবডেস্ক: এবছরের ৩ আগস্ট নিট (পিজি) পরীক্ষা হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চের বিচারপতি প্রশান্ত মিশ্র এবং অগাস্টিন জর্জ মাসিহ ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন (এন বি ই) এর প্রতিনিধিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই পরীক্ষা একদিনেই নিতে হবে।

দু’ বারে পরীক্ষা নেওয়া যাবে না। তাতে অনেক দুর্নীতির সম্ভাবনা থাকে। এনবিই জানিয়েছিল, তাদের প্রযুক্তিগত সহযোগী হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসি এস)। সেই টিসিএসই তাদের জানিয়েছে যে, ৩ আগস্টের আগে তাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: এক কাফ কফি ৭০০ টাকা! মাল্টিপ্লেক্সগুলির দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষা হবে। অন্তত ১০০০ পরীক্ষাকেন্দ্র স্থির করতে হবে। বিচারপতিরা তখন বলেন, ঠিক আছে, ৩ আগস্টই পরীক্ষা নিন। আর পরীক্ষার দিন পেছানো যাবে না। উল্লেখ্য, ১৫ জুন নিট(পিজি) পরীক্ষা নেওয়ার কথা ছিল। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তাই সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নিল।

আরও পড়ুন: ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ি ছাড়িয়ে সুবিচার, মন্তব্য সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও বলেছেন, পরীক্ষা যেন স্বচ্ছতার সঙ্গে নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর আগে নিট ( আন্ডারগ্র্যাজুয়েট) পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়। আকাশ ফাউন্ডেশন নামে এক কোচিং সংস্থার ২১ জন পড়ুয়া ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছিল।

আরও পড়ুন: ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট

৩০ থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে আসল পরীক্ষার্থীর বদলে পেশাদার লোকজন পরীক্ষা দিয়েছিল। তা নিয়ে দেশজুড়ে শোরগোল হয়। তবে এদিন সুপ্রিম কোর্ট যে পরীক্ষার দিন ধার্য করেছে তা নিট পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

আপডেট : ৭ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: এবছরের ৩ আগস্ট নিট (পিজি) পরীক্ষা হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চের বিচারপতি প্রশান্ত মিশ্র এবং অগাস্টিন জর্জ মাসিহ ন্যাশনাল বোর্ড অফ একজামিনেশন (এন বি ই) এর প্রতিনিধিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই পরীক্ষা একদিনেই নিতে হবে।

দু’ বারে পরীক্ষা নেওয়া যাবে না। তাতে অনেক দুর্নীতির সম্ভাবনা থাকে। এনবিই জানিয়েছিল, তাদের প্রযুক্তিগত সহযোগী হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসি এস)। সেই টিসিএসই তাদের জানিয়েছে যে, ৩ আগস্টের আগে তাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: এক কাফ কফি ৭০০ টাকা! মাল্টিপ্লেক্সগুলির দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষা হবে। অন্তত ১০০০ পরীক্ষাকেন্দ্র স্থির করতে হবে। বিচারপতিরা তখন বলেন, ঠিক আছে, ৩ আগস্টই পরীক্ষা নিন। আর পরীক্ষার দিন পেছানো যাবে না। উল্লেখ্য, ১৫ জুন নিট(পিজি) পরীক্ষা নেওয়ার কথা ছিল। এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। তাই সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নিল।

আরও পড়ুন: ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ি ছাড়িয়ে সুবিচার, মন্তব্য সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও বলেছেন, পরীক্ষা যেন স্বচ্ছতার সঙ্গে নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর আগে নিট ( আন্ডারগ্র্যাজুয়েট) পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়। আকাশ ফাউন্ডেশন নামে এক কোচিং সংস্থার ২১ জন পড়ুয়া ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছিল।

আরও পড়ুন: ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট

৩০ থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে আসল পরীক্ষার্থীর বদলে পেশাদার লোকজন পরীক্ষা দিয়েছিল। তা নিয়ে দেশজুড়ে শোরগোল হয়। তবে এদিন সুপ্রিম কোর্ট যে পরীক্ষার দিন ধার্য করেছে তা নিট পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য।