১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শোকাহত প্রধানমন্ত্রী, হাসপাতালে সাক্ষাৎ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের সঙ্গে

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশ তথা গোটা বিশ্বকে। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলে আছড়ে পড়ে। এরফলে নিহত হন চিকিৎসক পড়ুয়ারাও। মৃত্যু মিছিল দেখে গোটা দেশ।

গতকাল হওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। শুক্রবার আমদাবাদ বিমানবন্দরে নেমেই দুর্ঘটনাস্থলে যান মোদি। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে শোকাহত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যারা পরিজন হারিয়েছেন তাদের পাশে আমরা সর্বদা রয়েছি। এদিন দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। ধ্বংসস্তূপটা যেন আমাকে আরও শোকের দিকে ঠেলে দিয়েছে। সেখানে কর্মরত বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্তাদের সঙ্গে সাক্ষাৎ। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

সেখান থেকে যান আমদাবাদের সিভিল হাসপাতালে। এদিন সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা ২৫ জন। যার মধ্যে একজন বিমানের একমাত্র জীবিত যাত্রী।  বাকিরা, বিমান আকাশ থেকে ভেঙে পড়ার ফলে আহত হয়েছেন।

আহতদের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। এমন হৃদয়বিদারক ভাবে মানুষের মৃত্যু সহ্যের বাইরে। প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি এটাও জানি এই শূন্যতা পূর্ণ হওয়ার নয়।’

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শোকাহত প্রধানমন্ত্রী, হাসপাতালে সাক্ষাৎ বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিতের সঙ্গে

আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশ তথা গোটা বিশ্বকে। বিমানটি একটি মেডিক্যাল কলেজের হস্টেলে আছড়ে পড়ে। এরফলে নিহত হন চিকিৎসক পড়ুয়ারাও। মৃত্যু মিছিল দেখে গোটা দেশ।

গতকাল হওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। শুক্রবার আমদাবাদ বিমানবন্দরে নেমেই দুর্ঘটনাস্থলে যান মোদি। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন। ধ্বংসস্তূপের দৃশ্য দেখে শোকাহত হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যারা পরিজন হারিয়েছেন তাদের পাশে আমরা সর্বদা রয়েছি। এদিন দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। ধ্বংসস্তূপটা যেন আমাকে আরও শোকের দিকে ঠেলে দিয়েছে। সেখানে কর্মরত বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্তাদের সঙ্গে সাক্ষাৎ। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

সেখান থেকে যান আমদাবাদের সিভিল হাসপাতালে। এদিন সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা ২৫ জন। যার মধ্যে একজন বিমানের একমাত্র জীবিত যাত্রী।  বাকিরা, বিমান আকাশ থেকে ভেঙে পড়ার ফলে আহত হয়েছেন।

আহতদের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, ‘আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। এমন হৃদয়বিদারক ভাবে মানুষের মৃত্যু সহ্যের বাইরে। প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা। তাদের কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি এটাও জানি এই শূন্যতা পূর্ণ হওয়ার নয়।’