১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার
  • / 216

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। ফলে বড় ধাক্কা খেয়েছে চলতি বছরের চারধাম যাত্রা। রবিবার, ২৯ জুন থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর ফলে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ সহ একাধিক জায়গায় আটকে পড়েছেন হাজার হাজার তীর্থযাত্রী।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়ার এই অবনতির পরিস্থিতিতে তীর্থযাত্রীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দলকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গাড়োয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয়শঙ্কর পান্ডে জানান, “হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ এবং বিকাশনগর পর্যন্ত পুণ্যার্থীদের যেতে দেওয়া হচ্ছে না। আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।”

আরও পড়ুন: ভারী বৃষ্টির প্রভাবে দিল্লী সহ মুম্বাই-এর অধিকাংশ জায়গায় বিপর্যয়

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে টানা বৃষ্টি চলছে, যার জেরে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পথে একাধিক পাহাড়ি এলাকায় ধস দেখা দিয়েছে। বিশাল পাথর গড়িয়ে এসে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। বিশেষ করে সিরোবগড় অঞ্চলে শুক্রবার রাত থেকে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে।

আরও পড়ুন: প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

বর্তমানে প্রশাসন, SDRF, NDRF এবং অন্যান্য উদ্ধারকারী বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ করছে, যদিও লাগাতার বৃষ্টির জন্য তাঁদের কাজেও বিঘ্ন ঘটছে। যাত্রীদের আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

রবিবার সকালে উত্তরকাশী জেলার একটি নির্মীয়মাণ হোটেলে মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, SDRF ও NDRF-এর দল, চলছে উদ্ধার কাজ।

উল্লেখযোগ্যভাবে, উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক দুর্যোগ শুধু পর্যটন ও চারধাম যাত্রা নয়, স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। রাজ্য প্রশাসন সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং আবহাওয়ার সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ধস, চারধাম যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত, হাজারো পুণ্যার্থী আটকে

আপডেট : ২৯ জুন ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ভূমিধস দেখা দিয়েছে। ফলে বড় ধাক্কা খেয়েছে চলতি বছরের চারধাম যাত্রা। রবিবার, ২৯ জুন থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর ফলে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ সহ একাধিক জায়গায় আটকে পড়েছেন হাজার হাজার তীর্থযাত্রী।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়ার এই অবনতির পরিস্থিতিতে তীর্থযাত্রীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দলকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

গাড়োয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয়শঙ্কর পান্ডে জানান, “হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ এবং বিকাশনগর পর্যন্ত পুণ্যার্থীদের যেতে দেওয়া হচ্ছে না। আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখা হয়েছে। আটকে থাকা তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।”

আরও পড়ুন: ভারী বৃষ্টির প্রভাবে দিল্লী সহ মুম্বাই-এর অধিকাংশ জায়গায় বিপর্যয়

গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে টানা বৃষ্টি চলছে, যার জেরে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পথে একাধিক পাহাড়ি এলাকায় ধস দেখা দিয়েছে। বিশাল পাথর গড়িয়ে এসে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। বিশেষ করে সিরোবগড় অঞ্চলে শুক্রবার রাত থেকে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ রয়েছে।

আরও পড়ুন: প্রকৃতির কোপে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল  

বর্তমানে প্রশাসন, SDRF, NDRF এবং অন্যান্য উদ্ধারকারী বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ করছে, যদিও লাগাতার বৃষ্টির জন্য তাঁদের কাজেও বিঘ্ন ঘটছে। যাত্রীদের আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

রবিবার সকালে উত্তরকাশী জেলার একটি নির্মীয়মাণ হোটেলে মেঘভাঙা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, SDRF ও NDRF-এর দল, চলছে উদ্ধার কাজ।

উল্লেখযোগ্যভাবে, উত্তরাখণ্ডের এই প্রাকৃতিক দুর্যোগ শুধু পর্যটন ও চারধাম যাত্রা নয়, স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকদের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। রাজ্য প্রশাসন সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং আবহাওয়ার সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।