কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 27
পুবের কলম প্রতিবেদক : কসবা গণধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার শোকজ করা হয়েছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। দলের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে তাঁকে তিনদিনের মধ্যে শোকজের জবাবও দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে সোমবার রাতের মধ্যেই শোকজের জবাবী চিঠি পাঠালেন মদন মিত্র। শীর্ষ নেতৃত্বের শোকজের জবাবে লিখিতভাবে দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক। তিনি জানিয়েছেন গণমাধ্যমে তাঁর সম্পূর্ণ বক্তব্য প্রচারিত হয়নি। তবে , এরপর থেকে তিনি দলের শৃঙ্খলা মেনে চলবেন বলে শোকজের জবাবে জানিয়েছেন বিধায়ক মদন মিত্র।
সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার নিন্দা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দৃষ্টান্তমূলক কড়া পদক্ষেপের দাবি করেছে দল। ঘটনার পরপরই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই পরিস্থিতিতে কসবা কাণ্ডের নির্যাতিতার প্রতি বিতর্কিত মন্তব্য করেন মদন মিত্র। যে কারণে দলের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে মদন মিত্রকে শোকজ করে তিনদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের জবাবী চিঠিতে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক মদন মিত্র। জানিয়েছেন, তাঁর কথায দলের ভাবমূর্তির কোনওরকম ক্ষতি হলে তিনি অত্যন্ত দুঃখিত। নিঃশর্তে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। একথাও জানিয়েছেন, এবার থেকে তিনি দলের অনুশাসন মেনে চলবেন। সেই সঙ্গে কী কারণে তিনি ওই মন্তব্য করেছিলেন তারও ব্যাখ্যা দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।