অসুস্থ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 167
পুবের কলম ওয়েবডেস্ক: পুবের কলম ওয়েবডেস্ক: আচমকাই অসুস্থ তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস-এর সভাপতি কে চন্দ্রশেখর রাও। তাঁকে হায়দরাবাদের সোমাজিগুড়ার যশোদা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।
সূত্রের খবর, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণে অস্বস্তি বোধ করছিলেন কে সি আর। শারীরিক অস্বস্তি ক্রমাগত বাড়তে থাকায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
পরিবার সূত্রে খবর, আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। আপাতত চিন্তার তেমন কারণ নেই বলেই জানা গিয়েছে।
কেসিআর-এর স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে তাঁর খোঁজ নেন তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কেসিআর-এর চিকিৎসা নিয়ে কথা বলেন। বিআরএস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী রেড্ডি।

































