ভাইরাল অডিয়ো ক্লিপ
জুলাই আন্দোলনে বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনার

- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 189
পুবের কলম,ওয়েবডেস্ক: জুলাই আন্দোলনে বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার! গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এই নির্দেশ দেওয়া হয় বলেই জানা গেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে এমনটাই জানা গেছে। অডিও ক্লিপটি গত মার্চে অনলাইনে ফাঁস হয়। যাতে একটি নারীকণ্ঠ শোনা যাচ্ছে। যেখানে তিনি তার বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমতি দেন। আর বলেন, ‘যেখানেই পাবে, গুলি করবে।’
ফাঁস হওয়া রেকর্ডিংটি যাচাই করে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ করার অনুমতি দিয়েছেন। ‘তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করবে’। ফাঁস হওয়া অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন।
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, গত ১৮ জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে এই ফোনালাপ করেন শেখ হাসিনা। এদিক রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল খুঁজে পেয়ছেন দেশটির অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। পাশাপাশি তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে জানা গেছে।
এদিকে এই অডিও ক্লিপটিকে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে ‘মুখ্য প্রমাণ’ হিসেবে ব্যবহার করার প্রতিশ্রুতি নিচ্ছে বাংলাদেশ রাষ্ট্রপক্ষ।