ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 221
পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচনের মুখে থাকা বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে আজ সুপ্রিমকোর্টে শুনানি হবে । বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হওয়া এই তালিকা সংশোধনের বিরুদ্ধে একাধিক বিরোধী নেতা, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইনজীবী মিলিয়ে ১০টিরও বেশি আবেদন জমা পড়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই বিশেষ অভিযানে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং এতে ভোটারদের অধিকার ক্ষুণ্ন হতে পারে।
সোমবারই সুপ্রিম কোর্টের বেঞ্চ জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার সম্মতি দেয় এবং আজ, ১০ জুলাই, তা শুনানির জন্য নির্ধারিত হয়। শুনানির পর এই বিশেষ অভিযানে স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা কিছুক্ষণ পর বোঝা যাবে।