১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

সুস্মিতা
  • আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 221

পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচনের মুখে থাকা বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে আজ সুপ্রিমকোর্টে শুনানি হবে । বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন।

নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হওয়া এই তালিকা সংশোধনের বিরুদ্ধে একাধিক বিরোধী নেতা, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইনজীবী মিলিয়ে ১০টিরও বেশি আবেদন জমা পড়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই বিশেষ অভিযানে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং এতে ভোটারদের অধিকার ক্ষুণ্ন হতে পারে।

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

সোমবারই সুপ্রিম কোর্টের বেঞ্চ জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার সম্মতি দেয় এবং আজ, ১০ জুলাই, তা শুনানির জন্য নির্ধারিত হয়। শুনানির পর এই বিশেষ অভিযানে স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা কিছুক্ষণ পর বোঝা যাবে।

আরও পড়ুন: ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম

আরও পড়ুন: নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টে আজ শুনানি

আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: নির্বাচনের মুখে থাকা বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) নিয়ে আজ সুপ্রিমকোর্টে শুনানি হবে । বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন।

নির্বাচন কমিশনের উদ্যোগে শুরু হওয়া এই তালিকা সংশোধনের বিরুদ্ধে একাধিক বিরোধী নেতা, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইনজীবী মিলিয়ে ১০টিরও বেশি আবেদন জমা পড়েছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই বিশেষ অভিযানে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং এতে ভোটারদের অধিকার ক্ষুণ্ন হতে পারে।

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

সোমবারই সুপ্রিম কোর্টের বেঞ্চ জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার সম্মতি দেয় এবং আজ, ১০ জুলাই, তা শুনানির জন্য নির্ধারিত হয়। শুনানির পর এই বিশেষ অভিযানে স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা কিছুক্ষণ পর বোঝা যাবে।

আরও পড়ুন: ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম

আরও পড়ুন: নাগরিকরা আইনি অধিকার সচেতন না হলে অধিকার মূল্যহীন : CJI Gavai