আবেদনের সময়সীমা বেড়ে হল ২১ জুলাই
৪ লক্ষের বেশি আবেদন জমা পড়ল এসএসসিতে

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 118
পুবের কলম প্রতিবেদক: ৪ লক্ষের বেশি আবেদন জমা পড়ল এসএসসিতে।টেকনিক্যাল এবং সার্ভার সমস্যার কারণে শিক্ষক নিয়োগের আবেদনে কিছুটা বিঘ্ন হয়েছিল। এবার সেই শিক্ষকদের আরও ৭দিন বাড়ালো স্কুল সার্ভিস কমিশন (এসসিসি)।
এক বিজ্ঞপ্তিতে এসএসসি জানিয়েছে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদন ২১ জুলাই পর্যন্ত করা যাবে। আবেদনে অনেকের নানা ভুলভ্রান্তি হয়েছে। এসএসসি সূত্রের খবর, সেগুলির জন্য এডিট অপশনও দেওয়া হবে।
ফি পেমেন্ট করা নিয়েও অনেকের সমস্যা হয়। টাকা কেটে নিলেও আবেদন সম্পূর্ণ হয়নি বলে দেখাচ্ছে। এই প্রসঙ্গে এসএসসি’র এক আধিকারিক বলেন, সার্ভারের সমস্যায় একাধিকবার টাকা জমা পড়ে গেলে তা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনেই ফেরত চলে যাবে। তবে, টাকা কেটে নেওয়ার পর দু’-তিনদিন অপেক্ষা করাই ভালো। সূত্রের খবর, এসএসসি তাড়াহুড়ো করে আবেদন প্রক্রিয়া শুরু করতে বাধ্য হওয়ায় নানা ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তা সংশোধনের জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে।
১৬ জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সার্ভারে প্রচুর চাপ ছিল, এর ফলে অনেক আবেদনকারী ফর্ম পূরণ করতে পারছিলেন না। ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত কিছু জটিলতার কারণে আবেদন ওয়েবসাইটটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। এই সময়টিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা হয়। এখনও সার্ভারের গতি কম থাকায় আবেদনকারীরা ফর্ম পূরণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমস্ত সমস্যার কারণে, স্কুল সার্ভিস কমিশন মনে করেছে যে আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত। তাই, তারা রাজ্য সরকারের কাছে আরও সাত দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছিল।
এ পর্যন্ত ৪ লক্ষ্যের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২ লক্ষ ৭৫ হাজার প্রার্থী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। ২০১৬ সালের প্রথম এসএলএসটি পরীক্ষায় প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। এবারের পরীক্ষায় শুধুমাত্র বিএড ডিগ্রি থাকা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। তাই আবেদন সংখ্যাও কম।