বাংলাদেশের সচিবালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৭৫ পড়ুয়া

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 64
পুবের কলম,ওয়েবডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ওপার বাংলা। একদিকে স্বজনহারাদের হাহাকার। অন্যদিকে দেশের এই দুঃসময়েও এইচএসসি পরীক্ষা স্থগিত না করা নিয়ে উত্তাল বাংলাদেশ। সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভ রুখতে শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ বেশ কয়েক পুলিশের বিরুদ্ধে। সঙ্গে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়। এই ঘটনায় আহত ৭৫ জন ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্যত মঙ্গলবার দুপুরে থেকে বাংলাদেশের সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা। বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। আজকে বেলা আড়াইটার দিকে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এত বড় ঘটনার পরেও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়নি, তাই পরীক্ষার্থীরা সময়মত পরীক্ষা দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে পরীক্ষা আপাতত স্থগিত। তাই অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতেই আন্দোলনে নেমেছেন ছাত্ররা।
ছাত্ররা স্লোগান দিতে থাকেন ভুয়া ভুয়া এবং আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে । মঙ্গলবার দুপুরে সায়েন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিষয় নিয়ে বিক্ষোভ করেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যায়। এই সময় তাঁরা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।